ধর্ষণ, ইভটিজিং, মাদক-সন্ত্রাস, বাল্যবিবাহ, চাঁদাবাজ নির্মুল করে জেলার আইন শৃঙ্খলার উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে পুলিশি সেবাকে পৌছে দেওয়ার মাধ্যমে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগান বাস্তবায়নে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ নিয়ে বিশাল কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে ৩১শে অক্টোবর ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর আয়োজনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি হারুন অর রশিদ (বিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে এবং ধর্ষণ, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক সন্ত্রাস মুক্ত পরিবেশ তৈরি করার মাধ্যমে জনতার জানমালের সার্বিক নিরাপত্তা জোরধারে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার মাধ্যমে পুলিশ বাহিনীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের পুলিশ হিসেবে ভূমিকা রেখে দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। তিনি বলেন, শেখ হাসিনার সরকার কোন অপরাধীকেই ছাড় দিয়ে কথা বলে না। অপরাধীরা যত বড়ই শক্তিশালীই হোক, যত ক্ষমতাধরই হোক না কেন, তারা অপরাধী। আইনের হাত থেকে কেউ ছাড়া পাবে না। মনে রাখবেন অপরাধীরা কখনও কোন দলের হয় না। তিনি দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে অপরাধমুক্ত সমাজ গঠনের মাধ্যমে মডেল বাংলাদেশ বিনির্মাণে পুলিশকে জনতার পুলিশ হিসেবে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি,অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাস উদ্দিন ভূঁঞা,জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, মহানগর আ.লীগের সভাপতি এহ্তেশামুল আলম, দি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ময়মনসিংহ এর সভাপতি ও জেলা আ’লীগের সহ -সভাপতি আমিনুল হক শামীম সিআইপি, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্তা, সহ-সভাপতি এড. বিকাশ চন্দ্র রায় সহ বিভাগীয়, জেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আ’লীগ নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ কে ক্রেস্ট ও সম্মাননা-২০২০ প্রদান করা হয়।
Discussion about this post