বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দির নিকটে যমুনা নদীর পানি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় ৩১ সেঃমিঃ পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৬৯ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতে উপজেলা সদরে কালিতলা গ্রোয়েনের দক্ষিন পার্শ্বে নিজ বাটিয়া, চন্দনবাইশা তালুকদারপাড়া, কতুবপুর ইউপির নিজকর্ণিবাড়ি,কামালপুর ইউপির কামালপুর এলাকায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। এছাড়াও চরাঞ্চলের কাজলা ইউপির উত্তর বেনিপুর,দক্ষিন বেনিপুর ,হাটশেরপুর ইউপির নয়াপাড়া, করমজা পাড়া এলাকায় প্রবল স্রোতের কারণে শতাধিক বাড়ী ঘর সরিয়ে নেওয়া হয়েছে বলে ইউপি চেয়ারম্যারা জানান। ভাঙ্গন কবলিত এলাকার লোকজন আতংকের মধ্যে রয়েছে ।যমুনা নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের চালুয়াবাড়ী, কাজলা, কর্ণিবাড়ি, বোহাইল ও হাটশেরপুর ইউনিয়নের বেশ কয়েকটি চরে পানি ওঠায় পাট, আউস ধান ও বীজতলা বন্যার পানিতে তলিয়ে গেছে ।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান জানান, চরাঞ্চলে প্রায় ১০হাজার লোক পানি বন্দী হয়ে পড়েছে। এছাড়াও কুতুবপুর ইউপির ধলির কান্দি, নিজকর্ণিবাড়ী, কর্নিবাড়ী ইউপির চিলাপাড়া, নান্দিয়ারপাড়া, চড়পাড়া, কামালপুর ইউপির দড়িপাড়া, গোদাখালী এলাকার ২শতাধিক বাড়ী ঘরে বন্যার পানি উঠেছে। ওই লোকজন বন্যা নিয়ন্ত্রন বাঁধ সহ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে । নিউজে ছবি আছে
Discussion about this post