করোনা মহামারীর প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর অবস্থানে কুয়েত সরকার । দেশটিতে অবস্থানরত সকল জনগণের সুরক্ষায় যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন কুয়েত সরকার । ছুটিতে গিয়ে কুয়েতের বাহিরে যেসকল প্রবাসী অবস্থান করছেন সে সকল প্রবাসীদের যাঁরা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি তাঁরা কুয়েতে প্রবেশ করতে পারবেন না। আর এই ভ্যাকসিন কুয়েত সরকারের অনুমোদনকৃত অবশ্যই হতে হবে। এই সংবাদে অনেক প্রবাসী কুয়েত ফিরতে অনিশ্চয়তায় ভুগেছেন । কুয়েত সরকারের অনুমোদিত ভ্যাকসিগুলো হলো ফাইজার, অক্সফোর্ড, জনসন এন্ড জনসন এবং মোদার্না। কুয়েতে বিনামূল্যে দুই মিলিয়ন লোক ইতিমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন । যাঁরা ভ্যাকসিন গ্রহণ করবেন না তাদের ইকামা নবায়ন করা হবে না এ বছরের সেপ্টেম্বর মাস থেকে এমন সংবাদও প্রকাশিত হয়েছে ।
বাংলাদেশের সরকারের কাছে দাবি জানান কুয়েত প্রবাসীরা দেশে আটকে পরা প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে তাঁদের কর্মস্থলে ফিরতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান।
Discussion about this post