বসুরহাট সরকারী মুজিব কলেজের সাবেক ভিপি ও যুক্তরাষ্ট্র কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সেলিম চৌধুরী বাবুল (ভিপি বাবুল)’র নাগরিক সংবর্ধনা বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকালে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামিলীগ সহ সভাপতি মাহবুবের রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, কোম্পানীগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক শহিদ উদ্দিন বাবুল, সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী চৌধুররী, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, চর ফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম তানভীর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, সংবর্ধিত সেলিম চৌধুরী বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় যুক্তরাষ্ট্র প্রবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী আইয়ুব আলীকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নাগরিক সংবর্ধনার জবাবে সেলিম চৌধুরী বাবুল তার বক্তৃতায় বলেন, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা আজকের সংবর্ধনার আয়োজন করে আমাকে যে সম্মানিত করেছেন আমি সে জন্য কৃতজ্ঞ। আজকের এই সম্মান শুধু আমাকেই জানানো হয়নি। যুক্তরাষ্ট্রে বসবাসরত কোম্পানীগঞ্জের সকল প্রবাসীর জন্য এই সম্মান। বক্তৃতায় এক পর্যায়ে সেলিমে চৌধুরী বাবুল আবেগ প্রবণ হয়ে পড়েন। তিনি ছাত্ররাজনীতি উত্তাল দিনগুলোর কিছু কথাও তার বক্তৃতায় উল্লেখ করেন। তিনি আরো বলেন, আজকের কোম্পানীগঞ্জে যে স্বহাবস্থানের রাজনীতি পরিলক্ষিত হচ্ছে তা আমাদের অনুপ্রাণিত করে। তিনি অতীতের মত ভতিষ্যতেও সাধ্য অনুসারে কোম্পানীগঞ্জের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন বলে উল্লেখ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে কোম্পানীগঞ্জের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Discussion about this post