মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধিঃ গতকাল মে মাসের ২য় রবিবার, ১৩ মে, বিশ্ব মা দিবস উপলক্ষে কুমিল্লা আদর্শ সদরের ঘিলাতলী গ্রামের ৫ ডাক্তারের রতœ গর্ভা মা কাজী খাদিজা বেগমকে নিয়ে ডক্টর্স ফ্যামিলীর সদস্যরা বিশ্ব মা দিবস পালন করে। অসুস্থ মায়ের জন্য গ্রামের বাড়ীতে মিলাদ মাহফিল, ছোট বেলার স্মৃতি কুড়াতে ভাই বোন সবাই যার যার সন্তানাদি নিয়ে পারিবারিক মিলনমেলায় মিলিত হন। মাকে নিয়ে সবাই খেলেন, মায়ের হাতে খেলেন, মাকে খাইয়ে দিলেন, সালাম ও কদমবুচি করে সবাই দোয়া নিলেন। মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন, উপহার সামগ্রী দিলেন ও দিনভর মায়ের সাথে সবাই মিলে মায়ের স্মৃতি বিজড়িত গ্রামের বাড়িতে একটি স্মৃতিময় দিন কাটালেন এবং মহান আল্লাহ পাকের কাছে মায়ের দীর্ঘায়ু কামনা করলেন। উল্লেখ্য কুমিল্লা আদর্শ সদরের ঘিলাতলী গ্রামের রতœগর্ভা মা কাজী খাদিজা বেগমের ৫ চিকিৎসক সন্তান হলেন-জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক, যুগান্তর স্বজন সমাবেশের জাতীয় কমিটির সভাপতি, কেন্দ্রীয় স্বাচিপ নেতা ও বিশিষ্ট লেখক আলহাজ্জ ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিলর ও ইষ্টার্ণ মেডিকেল কলেজের চর্ম বিভাগীয় প্রধান ডা. মোঃ মুজিবুর রহমান সিদ্দিকী, এফসিপিএস ২য়পর্ব মেডিসিন ও কার্ডিওলজির ৩য় পর্বে অধ্যয়নরত ডা. মোঃ খলিলুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের মেডিকেল অফিসার ও প্লাস্টিক সার্জারীতে এফসিপিএস ২য়পর্বে অধ্যয়নরত ডা. মোঃ আশিকুর রহমান সিদ্দিকী, এফসিপিএস শিশু ২য়পর্বে অধ্যয়নরত ডা. ফারজানা সিদ্দিকা পান্না। এছাড়া এ রতœগর্ভা মায়ের শেষ সন্তান মোঃ মাহাবুবুব রহমান সিদ্দিকী প্রকৌশলী হয়ে ঢাকায় একটি জাপানী সংস্থায় কর্মরত এবং কন্যা সন্তান হাসিনা সিদ্দিকা কালীর বাজার স্কুলে শিক্ষকতা করছেন। অন্য মেয়েরা সমাজ সেবায় জড়িত আছেন।
Discussion about this post