রমনা বটমূলে বর্ষবরন উদযাপনে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি প্রথমবারের মতো বিস্ফোরক অনুসন্ধানে নামানো হচ্ছে রোবট। রমনা বটমূলের নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের নিরাপত্তা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। রমনা বটমূলে এভাবেই বোমা ফাটিয়ে নিরাপত্তা মহড়া দেয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবারই প্রথম বিস্ফোরক অনুসন্ধানে মাঠে নামছে রোবট।লুকানো যেকোন বিস্ফোরক অনুসন্ধানে দ্রুত সময়ের মধ্যে কাজ করবে ইমেপ্রাভাইস এক্সপ্লোসিফ ডিভাইস ডিসপোজাল নামের এই রোবট। বর্ষবরন উদযাপনে মানুষের নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে পর্যাপ্ত সংখ্যায় র্যাব-পুলিশসহ স্পেশাল ইউনিট সোয়াট। উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতেই রমনা বটমূলে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানান, পুলিশ কমিশনার। অন্য যেকোন বারের তুলনায় এবার সবচেয়ে বেশি নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী| পুলিশের কন্ট্রোল রুম থেকে সিসিটিভির মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা পরিস্থিতি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
Discussion about this post