কুয়েত প্রতিনিধিঃ ২০১০ সালে দেশ বিদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কুয়েত প্রতিনিধিদের সমন্বযয়ে গঠিত হয়েছিল বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত।
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারন সম্পাদক শেখ এহছানুল হক খোকন। ব সম্প্রতি সংগঠনটির ১৩ বছর পুর্তি হয়ে ১৪ বছরে পদার্পন করেছে। বিভিন্ন কারনে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি সংগঠনটির কার্যক্রম বন্ধ ছিলো এত দিন। শুক্রবার (২৫ আগস্ট) কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আ হ জুবেদ এর সঞ্চালনায় কুয়েতে বিভিন্ন মিডিয়ার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে নিয়ে একটি পূর্নাঙ্গ কমিটি ঘঠনকল্পে রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সর্ব সম্মতিক্রমে রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক হিসেবে আরটিভির কুয়েত প্রতিনিধি মোঃ জালাল উদ্দিন এবং মাইটিভির কুয়েত প্রতিনিধি আল-আমিন রানাকে সদস্য সচিব করে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত এর ১৩ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন।
প্রেসক্লাব এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন বর্তমানে কিছু জায়গায় বিভিন্ন ভাবে ভুল তথ্য প্রচার করে প্রবাসীদের বিভ্রান্ত করা সহ দেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে । সেটা সঠিক তথ্য না জানার কারনেও হতে পারে এমন মন্তব্য করে প্রেসক্লাব এর সভাপতি বলেন বাংলাদেশের বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সদস্যরা সঠিক তথ্য প্রচারে দায়বদ্ধ। তাদের কোন ভুল তথ্য প্রচার করলে তাদের জবাবদিহিতা করতে হয় সেটা হতে পারে তাদের নিজস্ব চ্যানেলে অথবা কর্তপক্ষের কাছে। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর গঠনতন্ত্র অনুযায়ী একজন বৈধ কুয়েত প্রবাসী যে বাংলাদেশের জাতীয় মিডিয়ার কুয়েত প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তারাই বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সদস্য হতে পারেন। সেক্ষেত্রে দেশ বিদেশের অনলাইন সহ বিভিন্ন মিডিয়ার সাথে সম্পৃক্ত কুয়েত প্রবাসী সংবাদকর্মী লেখকরা বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সদস্য হতে পারবেন। তিনি আরো বলেন বিভিন্ন মিডিয়ার সাথে সম্পৃক্ত অনেকে সঠিক তথ্য না জানার কারণে স্যোশাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইনে ভুল তথ্য প্রচার করেন এতে প্রবাসীরা বিভ্রান্ত হয়। রিপোর্টার্স ইউনিটি সংগঠিত হলে একদিকে যেমন নবাগত সংবাদকর্মীদের সাথে সঠিক তথ্য প্রচারে সহায়ক হবে তেমনি ভুল তথ্য প্রচারকারীকে সনাক্ত করতে সহজ হবে। তিনি কুয়েত থেকে বন্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রচার করে প্রবাসীদের স্বার্থে দেশের স্বার্থে কাজ করার আহবান করেন সকল সংবাদকর্মীদের। সভায় অন্যানের মধ্য উপস্থিত ছিলেন একাত্তর টিভির কুয়েত প্রতিনিধি সাদেক রিপন, ডিবিসি টিভির কুয়েত প্রতিনিধি মহসিন পারভেজ, ইত্তেফাক পত্রিকার কুয়েত প্রতিনিধি মোশাররফ হোসেন, কালবেলা পত্রিকার কুয়েত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক পাবেল, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার কুয়েত প্রতিনিধি কাওছার আহমদ বিহনসহ অনেকে।
Discussion about this post