৩১মে রোজ শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায় কাউতলিস্থ ব্রাহ্মণবাড়িয়া শাখার নিজস্ব অফিসে রিভাইভ বাংলা ট্রাষ্ট এর সম্মানীত সকল কর্মকর্তা ও সকল থানা সেচ্ছাসেবক দলের প্রধানগণকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠীত হয়। সভায় তিতাস নদীর উন্নয়ন কল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয় এবং জন সাধারন বিশেষ করে তরুন প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরির লক্ষে আগামী ১৫ই জুন রোজ শনিবার তিতাস নদীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পরিবেশ বাচাও আন্দোলন (পবা) এর সমন্বয়ে এক নৌকা ভ্রমনের আয়োজন করা হবে। তাছাড়া আগামি রমজানে গরিব পরিবারের মধ্যে ইফতারের বাজার বিতরনের জন্য প্রত্যেক উপজেলায় কমিটি গঠন করা হয়েছে এবং সকল সামর্থবান ব্যক্তিবর্গ গণকে অন্তত এক জন অসহায় ব্যক্তির পাশে দাড়ানোর জন্য অনরোধ জানানো হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন রিভাইভ বাংলা ট্রাষ্ট এর চ্যায়ারম্যান ও লুমিনাস ডিভাইন প্রপারটিস প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ সোহেল আহমেদ এবং তার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রিভাইভ বাংলা ট্রাষ্ট ব্রাহ্মণবাড়িয়া শাখার প্রধান সমন্বয়ক আরিফুর রহমান (নয়ন)। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ঠ সাংবাদিক ও লুমিনাস ডিভাইন প্রপারটিস এর উপদেষ্টা মাযহারুল ইসলাম, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল হক তাপস এবং এস. এম. হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ রফিকুর রহমান রিমন (বিপনন নির্বাহী লুমিনাস ডিভাইন প্রপারটিস প্রাইভেট লিমিটেড)। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোঃ খাইরুল আমিন রাকিব (বিপনন নির্বাহী লুমিনাস ডিভাইন প্রপারটিস প্রাইভেট লিমিটেড), মোঃ হাবিবুর রহমান (আই.টি লুমিনাস ডিভাইন প্রপারটিস প্রাইভেট লিমিটেড), মোঃ শাহিন (লুমিনাস ডিভাইন প্রপারটিস প্রাইভেট লিমিটেড) ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
Discussion about this post