রিভাইভ বাংলা ট্রাস্টেও নিজস্ব কার্যালয়ে দারিদ জনগোষ্ঠির মাঝে রমজান ও ঈদের নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ
২৫ গ্রামের অন্তত পাঁচ শত মানুষের রমজান আর ঈদুল ফিতর আনন্দঘন করতে এগিয়ে আসলো ব্রাহ্মণবাড়িয়ার মানব কল্যাণ ভিত্তিক সংগঠণ রিভাইভ বাংলা ট্রাস্ট। আজ ০৯/০৭/২০১৩ রোজ মঙ্গলবার রিভাইভ বাংলা ট্রাস্টের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীস্থ হাজী কে. বি. টাওয়ার এর নিজস্ব কার্যালয়ে দারিদ্র ক্লিষ্ট জনগোষ্ঠির মাঝে রমজান ও ঈদের নিত্য প্রয়োজনীয় ছোলা, মুড়ি, খেজুর, পোলাও চাল, সেমাইসহ বিভিন্ন বাজার উপকরণ বিতরণ করেন ট্রাস্টের চেয়ারম্যান শেখ সোহেল আহমেদ ও রিভাইভ বাংলা ট্রাস্টের উপদেষ্টা ম. ই. খান ।
“ মানুষ মানুষের জন্য ” এই শ্লোগানে অনুপ্রানিত হয়ে ব্রাহ্মনবাড়ীয়ার ১০০ তরুনের সমন্বয়ে গঠিত এই ট্রাস্ট তিতাস নদী রক্ষার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও সম্প্রতি তারা উদ্যোগ নিয়েছে সামাজিক উন্নয়নের। যার অংশ হিসেবে এলাকার দরিদ্র জনগোষ্ঠির মাঝে এইসব নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রি বিতরণ করে।
ট্রাস্টের চেয়ারম্যান শেখ সোহেল আহমেদ জানান, কোন দাতা গোষ্ঠির আর্থিক সহায়তায় নয় বরং সদস্যদের অংশগ্রহণ “লুমিনাস ডিভাইন প্রোপার্টিজের” পৃষ্ঠপোষকতায় বিগত কয়েক বছর ধরেই এই উদ্যোগ নেয়া হচ্ছে।
ট্রাস্টের সমন্বায়ক আরিফুর রহমান (নয়ন) জানান, ”রমজান ত্যাগের মাস” তাই নিজেদের সামর্থের মাঝে এই মাসে ট্রাস্টের সদস্যরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এলাকার দরিদ্র জনমানুষের।
অনাড়ম্বর এই বিতরনের সময় উপস্থিত ছিলেন যমুনা নিউজ ২৪ ডট কমের যুগ্ম সম্পাদক ও রিভাইভ বাংলা ট্রাস্টের উপদেষ্টা ম. ই. খান। তিনি বাজার সামগ্রি বিতরনের সময় সবাইকে তিতাস নদী রক্ষা ও নদীর পার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
খাইরুল আমিন
প্রতিনিধি বাংলার বার্তা
কসবা, ব্রাহ্মণবাড়িয়া
Discussion about this post