সিরাজুল হক মানিক, সৌদি আরব: সৌদি আরবের রাজধানী রিয়াদের জাতীয় মসজিদ সংলগ্ন ধীরা মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ৩২টি দোকান। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ভয়াবহ এই আগুন লাগে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে বৈদ্যূতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সৌদি আরবের দমকল বাহিনীর কর্মীরা প্রায় দুই ঘন্টা ধরে নিরলস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শী বিশিষ্ঠ ব্যবসায়ী মোফাজ্জল হোসেন স্বপন এই প্রতিবেদককে জানান, ঐতিহ্যবাহী এই মার্কেটের প্রায় বেশিরভাগই দোকানই বাংলাদেশীদের। এতে প্রায় ২৫ কোটি টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। পুড়ে যাওয়া বেশিরভাগ বাংলাদেশী মালিকেরা আয় রোজগারের একমাত্র সম্বল হারিয়ে এখন বাকরুদ্ধ। এই ঘটনায় সৌদি আরবে বাংলাদেশী কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে।
Discussion about this post