এ.আর. লাডলা,লালমনিরহাট প্রতিনিধি : মঙ্গলবার বিকালে লালমনিরহাটের নিরাময় ক্লিনিকে ৪ পা ৪ হাত বিশিষ্ট এক অদ্ভুদ শিশুর জন্ম হয়েছে। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া বাঘারটারী নামক এলাকার ইব্রাহিমের স্ত্রী পারুল বেগম (২৫) এই অদ্ভুদ শিশুর জন্ম দেয়। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক জানান, পারুল বেগম ১২.৩০ মিনিটে প্রসবের যন্ত্রনায় অসুস’ হয়ে ক্লিনিকে আসেন। পরে বিকাল ৫টায় প্রচন্ড ব্যাথা হলে তাকে অস্ত্রপাচারের মাধ্যমে ১ মাথা ৪ পা ৪ হাত বিশিষ্ট একটি অদ্ভুদ শিশুর জন্ম হয়। শিশুটি জন্মের প্রায় ৩০ মিনিটের মধ্যেই মারা যায়। এ নিয়ে লালমনিরহাটে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Discussion about this post