মো জুয়েল রানা, লেবানন: লেবাননে শত কষ্টের মাঝে প্রবাসীদের মনে একটু আনন্দ দিতে ঈদ আনন্দ মেলার আয়োজন করে লেবানন লাইকি বিডি। দাওরার একটি হোটেলে এই আয়োজন করা হয়।
এডমিন সুজাত ও এডমিন সোহাগ এর আয়োজনে এবং মো. হানিফ, এসকে রহি, শামিম শেখ, মো, জাহিদ, মো. বুলবুলের স্বার্বিক সহযোগীতায় অনুষ্ঠান পরিচালনা করেন সোহেল আহমেদ ও সেলিম খান।
কমিউনিটি পরিচিত মুখ সৈয়দ আলম, প্রদিপ ও সুজন সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, লেবাননে অর্থনৈতিক সংকটে প্রবাসীরা খুবি কষ্টে মধ্যে রয়েছে। অনেক প্রবাসী প্রান খুলে ঈদের আনন্দ উপভোগ করতে পারেনি। একদিকে পরিবার বিহীন ঈদ, অন্যদিকে শত সংকটের মধ্যে লেবানন, সয় মিলিয়ে প্রবাসীদের মনে নেই ঈদ আনন্দ। এমতাবস্থায় আনন্দ মেলার আয়োজনের মূল উদ্দেশ্য হল কিছুটা হলেও প্রবাসীদের মনে আনন্দ দেয়া।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ সহ, বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নাচে গানে আনন্দে মেতে উঠেন তারা।
Discussion about this post