কুয়েতের সরকারী কর্তৃপক্ষ এবং “কুয়েত আপনার নিরাপত্তা চায়” স্লোগানের সাথে সংহতি প্রকাশ করে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বর্তমান পরিস্থিতিতে লেবাননে বন্ধুপ্রতীম জনগণের জন্য ঔষধ এবং প্রয়োজনীয় সামগ্রী দান সংক্রান্ত ক্যাম্পেইনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিযেছে। বাংলাদেশ দূতাবাস মনে করে যে, এই উদ্যোগ বর্তমান পরিস্থিতিতে বন্ধুপ্রতীম দেশ লেবাননের জনগণের দুর্দশা লাঘবে কিছুটা হলেও ভূমিকা রাখতে সক্ষম হবে। এই প্রেক্ষাপটে, বাংলাদেশ দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের নিম্নলিখিত অনুদান প্রদানের আমন্ত্রণ জানাচ্ছে। যেমন ঔষধ, মেডিকেল ডিসপোজেবল সিরিঞ্জ, মাস্ক, ব্যান্ডেজ, গজ ইত্যাদি, বেবি মিল্ক পাউডার (এক মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য),
বেবি ডায়াপার (এক মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য), শিশুদের জন্য ফিডার, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি।
প্রসংগত উল্লেখ্য, দূতাবাস কর্তৃক কোনও নগদ অনুদান গৃহীত হবে না এবং ০৫, ০৬ এবং ০৭ ডিসেম্বর তারিখে সকাল ০৯.০০ টা হতে বিকাল ০৪.০০ টা পর্যন্ত দূতাবাসের অভ্যর্থনা এলাকায় (ভবন নং: ০১, নিচতলা) শুধুমাত্র উপরে উল্লিখিত অনুদানগুলিই গ্রহণ করা হবে। দূতাবাস কর্তৃক অনুদান হিসবে প্রাপ্ত সমস্ত উপকরণ ০৮ ডিসেম্বর ২০২৪ তারিখে কুয়েতে অবস্থিত লেবাননের দূতাবাসে হস্তান্তর করা হবে।
Discussion about this post