মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে নাভারণ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের ৮ দলীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক খেলোয়াড় দিলীপ কুমার রায় এর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বেনাপোল আদিবা ইন্টারপ্রাইজ একাদশ ও নাভারণ ক্রীড়া কল্যান সমিতির মধ্যকার ফাইনাল খেলায় প্রথমার্ধে বেনাপোল আধিয়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়।
খেলার দ্বিতীয়ার্ধে নাভারণ ক্রীড়া কল্যাণ সমিতির দেওয়া গোলে সমতা ফিরে আসে। পরে টাইব্রেকারে উভয় দল সমানভাবে ১১-১১ গোল করার কারণে বিচারকমন্ডলীর চুড়ান্ত সিদ্ধান্তে উভয় দলকে চ্যাম্পিয়ান ঘোষনা করেন। খেলার জগতে এটিই প্রথম যেখানে উভয় দল ট্রাইবেকারে ১১-১১ গোল করে রেকর্ড সৃষ্টি করে।
নাভারন ক্রীড়া কল্যান সমিতির ১০ নং জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় বিচমার্ককে ম্যান অব দি ম্যাচ ঘোষনা করেন এবং খেলা শেষে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন উভয় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, নিয়মিত খেলা-ধুলা করলে শরীর ও মন ভাল থাকে। শরীর ভাল থাকলে পার্থিব জগতের কোন কাজে কেউ পিছিয়ে থাকেনা। সমাজের খারাপ কাজ থেকেও নিজেকে দুরে রাখা সম্ভব হয় শুধুমাত্র খেলা-ধুলায় নিয়ম মেনে মনোনিবেশ থাকলে। বর্তমানে মাদকমুক্ত সমাজ গড়ার ভাল মাধ্যম হলো খেলা-ধুলা। খেলা-ধুলা একদিকে যেমন নিজের শরীরকে সুস্থ রাখে অন্যদিকে সমাজের মানুষের সাথে মানুষের বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠে।
এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহম্মদ মিন্টু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন আমিনুর রহমান ও সেলিম রেজা। টুর্নামেন্টের সার্বিক সহযোগীতায় ছিলেন শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।
Discussion about this post