বেনাপোল প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নির্দেশনায় ও যশোর জেলা ছাত্রলীগের নির্দেশে করোনার মহাসংকটে ২শ’ অসহায় দুঃস্থ-পথচারীদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার সময় বেনাপোল আওয়ামীলীগের কার্যালয়ের সামনে ইজিবাইক চালক,ভ্যানচালক,বন্দর শ্রমিকদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়। ইফতার বিতরণ সময়ে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম,সাংবাদিক আমিনুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ মিলন,বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়াদ্দার,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,সাবেক ছাত্রনেতা আল ইমরানসহ উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের সকল নেতাকর্মীরা।
Discussion about this post