মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা সহ সফিকুল মন্ডল (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।আটক সফিকুল মন্ডল ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গঙ্গালিয়া গ্রামের নুর জালাল মন্ডল এর ছেলে। বুধবার(১০ফেব্রুয়ারি) ভোরে শিকারপুর গ্রামের বেতনা নদীর পাড় থেকে মাদক সহ তাকে আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, গোপন খবরের ভিত্তিতে শিকারপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিক সফিকুল মন্ডলকে ৪৭ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার মাদক সহ ভারতীয় নাগরিক সফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
Discussion about this post