অলিউল্লাহ সরকার অতুল; ব্রাহ্মণবাড়িয়া : গত রবিবার (১০ ফেব্রুয়ারি) কসবা উপজেলার তারাপুর ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা শিক্ষা দেয়ার লক্ষ্যে সরকার বিগত ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কাউন্সিল গঠন করার প্রথা চালু করে। প্রথমদিকে দেশের ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলক এ কাউন্সিল গঠিত হয়। পরবর্তীতে ৭৪১টি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়। বর্তমানে সারাদেশে সকল প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কসবা পৌর সদরের তারাপুর ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের জন্য গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা ও মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করার পর ১০ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ সদস্য বিশিষ্ট এ কাউন্সিল নির্বাচনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সরেজমিনে বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন পরিদর্শনে গিয়ে দেখা যায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনের ন্যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারনা চালাচ্ছে। বিদ্যালয়ে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে হাতে লেখা পোস্টার। সকাল হতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেয়ার জন্য লাইনে দাড়িয়ে আছে। এ বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ৮৫ বলে জানালের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী বেগম। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ৬১ ভোট পেয়ে প্রথম হয় তৃতীয় শ্রেণির ছাত্র এনামুল হক বাবু, পঞ্চম শ্রেণির ছাত্র নাজমুল ইসলাম ৬০ ভোট পেয়ে দ্বিতীয়, পঞ্চম শ্রেণির ছাত্রী নাসরিন আক্তার ৫৯ ভোট পেয়ে তৃতীয়, চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না আক্তার ৪৯ পেয়ে চতুর্থ, চতুর্থ শ্রেণির ছাত্র রনি মিয়া ৪৬ ভোট পেয়ে পঞ্চম, তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার ৩৯ ভোট পেয়ে ৬ষ্ঠ এবং চতুর্থ শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তার ৩৮ ভোট পেয়ে সপ্তম হয়। এক বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট স্টুডেন্টস কাউন্সিল তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। নির্বাচন কার্যক্রম পরিচালনায় সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হেলাল উদ্দিন ও শান্তা রানী সাহা। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো: সাইদুল্লাহ ও মো: অজিজুল হক, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো: জিয়াউল হুদা শিপন ও প্রবাসী মো: আবুল কালাম।
Discussion about this post