পবিত্র মাহে রমজান উপলক্ষে শের-এ বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শের-এ বাংলা স্মৃতি পরিষদ কুয়েতের উদ্যোগে গতকাল কুয়েত সিটির এক হোটেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলার আব্দুল লতিফ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাউন্সিলার ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, কুয়েতে সোনালী ব্যাংক প্রতিনিধি শাখায়েত হুসেন পাটুয়ারী,সংগঠক সাদেক হুসেন, সংগঠক প্রকৌশলী আশরাফ উদ্দিন, শের-এ বাংলা স্মৃতি পরিষদ কুয়েতের প্রধান পৃষ্ঠপোষক জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী, বাংলাদেশ বিজনেস কাউন্সিল,কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী।
বক্তব্য রাখেন, ফখরুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ বাবুল মিয়া সহ অনেকে।
এসময় শের-এ বাংলা আবুল কাশেম ফজলুল হকের স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপস্থিত নেতৃবৃন্দরা।
শেষে শের-এ বাংলা আবুল কাশেম ফজলুল হকের রূহের মাগফেরাত ও বিশ্ব মুসলিম উম্মার গুনা মাফ, শান্তি, কল্যাণ ঐক্য ও উন্নতি-অগ্রগতি কামনা করে বিশ্ব মানবতার জন্য দোয়া করা হয়।
Discussion about this post