নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের শেষদিনেও বগুড়ায় মাঠে ছিল বিএনপি। মঙ্গলবার সকালে হরতাল সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে মিছিলটি বের হয়ে সাতমাথাস্থ খান্দার রোডের সম্মুখে সমাবেশ করে নজরুল ইসলাম সড়ক হয়ে নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, শহর বিএনপির সভাপতি মাহবুবর রহমান বকুল, সাধারন সম্পাদক হামিদুল হক চেীধুরী হিরু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, পরিমল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক মাহফুজার রহমান রাজু, মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর রোকেয়া বেগম রঞ্জনাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তি দাবি জানান। নেতৃবৃন্দ বলেন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল বগুড়াসহ সারা দেশের জনগন শান্তিপূর্নভাবে পালন করেছে।
Discussion about this post