স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট এবং ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত শাখা। ৩১ আগষ্ট বৃহস্পতিবার রাতে ফরওয়ানিয়া দোয়াহাই প্যালেসে সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হাসান খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার সভাপতি হোসেন আহমেদ আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়া, আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সামসুল আলম, আবদুল খালেক, ইঞ্জিনিয়ার মোশায়েদ হোসেন,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখার সভাপতি আলা উদ্দিন আলা, সহ-সভাপতি আবুল কাশেমসহ আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ এর সকল সহযোগি সংগঠনে ও শাখা কমিটির নেতৃবৃন্দ। বক্তব্যে বক্তারা বলেন বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বান জানান।
উল্লেখ্য ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে ট্রাকে করে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছিলেন তখনই একের পর এক গ্রেনেড হামলা করা হয়। মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে বাঁচানো গেলেও সেই গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন; আহত হন ৫ শতাধিক নেতাকর্মী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী।
Discussion about this post