কুয়েতে অসংখ্য কোম্পানি রয়েছে, যেখানে কর্মরত আছে লাখো বাংলাদেশী। সেসব কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা ও ম্যানেজারদের সমন্নয়ে ঘঠিত কুয়েতের অন্যতম সংগঠন ম্যানেজার,স এসোসিয়েশন-কুয়েত। এই সংগঠনের নব-নির্বাচিত কমিটি কর্তৃক সালামিয়াস্থ কুয়েত প্যালেস হোটেলে সুধী সামাজের সম্মানার্থে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রমীক কল্যানে দূতাবাসকে সহযোগিতা করায় সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ভূয়সী প্রশংসা সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব (শ্রম) কে এম আলী রেজা। সংগঠনের নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল বাসার এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হোসেন উদ্দিন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের অসংখ্য সুধীজনেরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতীর শান্তী কামনা করে দোয়া করা হয়।
Discussion about this post