•পৃথিবীর বয়স– ৪৫৪ কোটি বছর। পৃথিবীর মোট আয়তনের জলভাগ- ৭০.৯% এবং স্থলভাগ-২৯.১% ।
•যে গ্রহের ‘উপগ্রহ’ সংখ্যা সবচেয়ে বেশি– বৃহস্পতি (৬৭টি); ২য়- শনি (৬১)
•ইন্দোচীন’ বলা হয়– লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম কে।
•পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র ২টি– ১. ইতালি (এর অভ্যন্তরে সানমারিনো ও ভ্যাটিক্যান সিটি) এবং ২. দক্ষিণ আফ্রিকা (এর অভ্যন্তরে ল্যাসেথো) দেশটি অবস্থিত। উল্লেখ, যেসব রাষ্ট্রের ভৌগলিক পরিসরে অন্য কোন রাষ্ট্রের অংশ বিশেষ বা পুরো একটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান রয়েছে সেসব রাষ্ট্রকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে।
•বিশ্বের অধিক সীমান্তের দেশ– চীন ও রাশিয়া (উভয়ের ই ১৪ টি দেশের সাথে সীমান্ত আছে)
•Satellite state – কোন শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবাধীন দূর্বলতর রাষ্ট্র। যেমন: নেপাল কে ভারতের Satellite state বলা চলে।
•পৃথিবীতে মহাসাগর– ৫টি; প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর বা আর্কটিক মহাসাগর এবং দক্ষিণ বা এন্টার্কটিকা মহাসাগর।
:: জেনে নিন অজানা কিছু তথ্য !! ::
✔ উইলিয়াম সেক্সপিয়ার তার
জন্মদিনে মৃত্যু বরণ করেছিলেন।
✔ ইউটিউবে যত ভিডিও আছে একজন মানুষের
১৭০০ বছর লেগে যাবে সব দেখতে।
✔ একটি গবেষণায় দেখা গেছে iPhone
ইউজাররা সাধারণ মানুষের
চেয়ে বেশি ওজনের হয়।
✔ প্রতি ৬
মিনিটে আমেরিকাতে একটা ধর্ষণের
রিপোর্ট
করতে হয়।
✔ যদি আপনার ৩ বেলা করে ৩ সপ্তাহ
খাওয়ার
সামর্থ্য থাকে, তাহলে আপনি পৃথিবীর ১৫%
ধনী মানুষের একজন ।
১) এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি?__গোবি মরুভূম
২) এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি?
__ফিলিপাইন
৩) এশিয়ার একমাত্রবৌদ্ধ রাষ্ট্র কোনটি?
__শ্রীলংকা
৪) এশিয়ার কোন দেশে সারা বছর বৃষ্টিপাত হয়?
__শ্রীলংকা
৫) এশিয়ার কোন দেশে আত্মহত্যার পরিমান বেশি?
__Japan
৬) এশিয়ার বৃহত্তম সাগর কোনটি?_ দক্ষিণ চীন
সাগর
৭) পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে পরেছে?
তুরোস্ক ও রাশিয়া (এশিয়া ও ইউরোপ মহাদেশে)
৮) পৃথিবীর কোন শহরটি দুটি মহাদেশে পরেছে? ইস্তাম্বুল (এশিয়া ও ইউরোপ)
৯) এশিয়া তথা বিশ্বের কোন গ্রামটি দুটি দেশে অবস্হিত? পানমুনজাম গ্রাম (উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া)
♣কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ♣
* বাংলায় ইউরোপীয় বণিকদের
মধ্যে প্রথম কারা এসেছিল? –
পর্তুগিজরা।
* ১৯৩৭ সালের নির্বাচনে সরকার গঠন
করে কোন দল? -একে ফজলুল হকের
নেতৃত্বে কৃষক প্রজা পার্টি।
* অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন
কে?
-মহাত্মা গান্ধী।
* মাস্টারদা সূর্যসেন কত
সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
করেন? -১৮ এপ্রিল, ১৯৩০ সালে।
* ফা-হিয়েন কার
সময়ে ভারতবর্ষে আসেন?
– দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
* চীনা পরিব্রাজক হিউ-এ্যান-স্যাঙ
কবে বাংলায় আগমন করেন? – সপ্তম
শতকে (৬৩৪ সালে)
* ‘বিক্রমাদিত্য’ কার উপাধি ছিল? –
দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
*সিংহবীর কার উপাধি ছিল? – দ্বিতীয়
চন্দ্রগুপ্তের।
প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান পার্ট ১
১. সম্প্র্রতি বহুল আলোচিত কুড়িল ফাইওভার আনুষ্ঠানিকভাবে কবে উদ্বোধন করা হয়?
ক. ০৪ আগস্ট ২০১৩+
খ. ০৯ আগস্ট ২০১৩
গ. ১৪ আগস্ট ২০১৩
ঘ. ২৪ আগস্ট ২০১৩
২. সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির খেতাব অর্জন করেছে কোন প্রতিষ্ঠান?
ক. মাইক্রোসফট
খ. অ্যাপল +
গ. ইয়ামাহা
ঘ. আইবিএম
৩. ইন্টারন্যাশনাল নিউজ সেফটি ইনস্টিটিউটের (আইএনএসআই) ‘কিলিং অব ম্যাসেঞ্জার’ শীর্ষক রিপোর্টে মতে সাংবাদিকদের জন্য বিশ্বের শীর্ষ বিপজ্জনক দেশ কোনটি?
ক. সিরিয়া+
খ. ইরাক
গ. ভারত
ঘ. আফগানিস্তান
৪. ২০১৪ সালে পঠিতব্য পাঠ্য পুস্তকে জায়গা করে নেয়া দেশ সেরা ক্রিকেটারের নাম কী?
ক. তামিম ইকবাল
খ. সাকিব আল হাসান+
গ. আকরাম খান
ঘ. নাঈমুল ইসলাম দুর্জয়
৫. সাংহাই রেঙ্কিং প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় কোনটি?
ক. স্টেনফোর্ড ইউনিভার্সিটি
খ. ক্যালেফোর্নিয়া ইউনিভার্সিটি
গ. ক্যামব্রিজ ইউনিভার্সিটি
ঘ. হার্ভার্ড ইউনিভার্সিটি+
৬. ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি মাস করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক?
ক. তিন মাস
খ. পাঁচ মাস
গ. ছয় মাস+
ঘ. আট মাস
৭. সুপার কম্পিউটারের সুপার দৌড়ে যুক্তরাষ্ট্রকে হটিয়ে দিয়ে সম্প্রতি শীর্ষ স্থান দখল করে কোন দেশ?
ক. যুক্তরাজ্য
খ. দণি কোরিয়া
গ. উত্তর কোরিয়া
ঘ. চীন+
৮. সম্প্রতি প্রকাশিত তথ্য মতে কত জন বাংলাদেশী মালয়েশিয়ায় সেকেন্ড হোম সুবিধা নিয়েছেন?
ক. ২১৩০ জন
খ. ২৩৭০ জন +
গ. ২৫৮০ জন
ঘ. ২৮৯০ জন
৯. সম্প্রতি মন্ত্রীসভায় অনুমোদিত ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩’ অনুযায়ী অবৈধভাবে বিদেশ পাঠালে কত বছরের জেল দেয়া হবে?
ক. ৩ বছর
খ. ৫ বছর
গ. ৮ বছর
ঘ. ১০ বছর+
১০. সম্প্রতি প্রকাশিত তথ্য মতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে দণি এশিয়ায় শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত+
খ. পাকিস্তান
গ. শ্রীলংকা
ঘ. বাংলাদেশ
1.a 2.b 3.a 4.b 5.d 6.c 7.d 8.b 9.d 1o.a
সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি):-2
* মস্তিষ্কের ওজন- ১.৩৬ কেজি ।
* পুর্ণবয়স্ক মানুষের হৃদপিন্ডের ওজন- ৩০০ গ্রাম ।
* স্বর্ণের খাদ বের করতে যে এসিড ব্যবহার করা হয় তার নাম- নাইট্রিক এসিড(২৪তম বিসিএস) ।
* তামা ও দস্তার মিশ্রণে তৈরী হয়- পিতল ।
* হাড় ও দাঁতকে মজবুত করে- ফসফরাস(২৬তম বিসিএস) ।
* মানুষ প্রতিদিন- ১ থেকে ১.৫ লিটার মূত্র নিঃসৃত করে ।
* ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা- এসিড মশা(৩০তম বিসিএস)।
* চাঁদে কোন শব্দ করলে শোনা যায় না কেন- চাঁদে কোন বায়ুমন্ডল নেই বলে(১৬তম বিসিএস) ।
* শুষ্ক বরফের সংকেত – CO2 (হিমায়িত কার্বন ডাইঅক্সাইড) (২৬তম বিসিএস) ।
* প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ- উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়(২৭,১০তম বিসিএস)
* বৈদ্যুতিক বালভের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরী- টাংস্টেন(২৯তম বিসিএস) ।
* সমুদ্রের গভীরতা মাপা হয়- ফ্যাদোমিটার দিয়ে(২০তম বিসিএস) ।
সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি) -1
* কাঁচা কলা পাকানো হয় – ইথিলিন (C2H4)দিয়ে ।
* প্লাসটিক(PVC)তৈরী হয়- অ্যাসিলিটিন (C2H2)দিয়ে ।
* কাচঁ তৈরির প্রধান কাঁচামাল- বালি ।
* পাতার সবুজ বর্ণ বিবর্ণ হয় – ক্যালসিয়ামের অভাবে ।
* চাঁদে সবচেয়ে বড় গর্তের নাম- ক্লেভিয়াস ।
* শান্ত সমুদ্র অবস্থিত –চন্দ্রে ।
* টেলিভিশন আবিস্কারক(সাদা কালো)- জন লগি বেয়ার্ড(জাতীয়তা স্কটিশ)আবিস্কারের সাল- ১৯২৩ ইং আবিস্কারকের জন্ম-১৮৮৮ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৪৬ ইং ।
* টেলিভিশন আবিস্কারক(রঙিন) জন লগি বেয়ার্ড(জাতীয়তা স্কটিশ)আবিস্কারের সাল- ১৯২৮ ইং আবিস্কারকের জন্ম- ১৮৮৮ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৪৬ ইং ।
বাংলাদেশ বিষয়াবলি সাধারণ জ্ঞান :
• জাতীয় কৃষি দিবস- পহেলা অগ্রহায়ণ।
• দেশের ডাক বিভাগে মোবাইল মনি অর্ডার সার্ভিস চালু হয়- ৯ মে ২০১০ ।
• ১ নভেম্বর ২০১০ ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেন উদ্বোধন করা হয়- চট্টলা এক্সপ্রেস ।
• সারা দেশে নিবন্ধিত কৃষকের সংখ্যা- এক কোটি ৮০ লাখ ।
• বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশন- রজিত মিত্র ।
• ঢাকার বাইরে প্রথম টেষ্টটিউব শিশু জন্ম হয়- কুমিল্লা ।
• ফুলবাড়ী (বিটুমিনাস) কয়লা খনি জেলায় অবস্থিত- দিনাজপুর।
• ঘূর্ণিঝড় ‘আইলা’ নামকরণ করে দেশ- মালদ্বীপ।
• ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়- লাহোরে (২২তম বিসিএস) ।
• মুক্তিযু্দ্ধের সময় মোট- ১১টি সেক্টর ছিল (২৯তম বিসিএস) ।
•বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় ২৫ ডিসেম্বর ১৯৬৪।
•’অপারেশন ক্লিন স্ট্রিট’- ঢাকার জানজট ও অবৈধ গাড়ি বন্ধের অভিযান।
•বাংলাদেশের প্রথম স্যাটালাইট চ্যানেল- এটিএন বাংলা (১৯৯৭)
•বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের মেয়াদকাল- ১৫ বছর।
•বিশ্বের প্রথম এইডস রোগী ধরা পরে- যুক্তরাষ্ট্রে।
•“খালিদ বিন ওয়ালিদ” – বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধ জাহাজ।
•আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সর্বপ্রথম বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সংবলিত ডাক টিকেট প্রকাশ করে যে দেশ-যুক্ত্ররাষ্ট্র।
•১ম বাংলাদেশী হিসাবে ব্রিটেনের রানী কতৃক প্রদত্ত সর্বোচ্চ খেতাব “নাইট” পান- ফজলে হাসান আবেদ।
•“The Ugly Asian” বইটি লিখেছেন-সৈয়দ ওয়ালীউল্লাহ।
•Out and Out: পুরোপুরি
# বিশ্বের ক্ষুদ্রতম যা কিছু, তাদের নাম এবং পরিচিতি।
# মহাদেশ : ওশেনিয়া
# দেশ : ভ্যাটিকান সিটি
# মুসলিম দেশ : মালদ্বীপ
# দিন : ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
# রাত : ২১ জুন (উত্তর গোলার্ধে)
# নদী : ডি রিভার (যুক্তরাষ্ট্র)
# পাখি : হামিং বার্ড
# মহাসাগর : আর্কটিক মহাসাগর
# গ্রহ : বুধ
# গির্জা : চ্যাপেন্স অব সান্তা-ইসাবেল
(ভ্যাটিকান সিটি)
# ফুল : পিলিয়া মাইক্রোফোলিয়া
# প্রজাতন্ত্র : নাউরু
# মাছ : ইনষ্ট্যান্ট ফিস (ওজন ১মি. গ্রাম)
# সাবমেরিন : সেরাফিনা (দৈর্ঘ্য ৪০ সেমি)
►বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থা-
•DGFI- সামরিক নানা উদ্দেশ্যে সাধন ও বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় গোয়েন্দাগিরি করা।
•NSI- দেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করা এর কাজ।
•CID- স্পর্শকাতর অপরাধের তদন্ত করা।
•Special Branch- পুলিশের একটি সংস্থা যে অপরাধের তদন্ত, গোয়েন্দাগিরি করে থাকে। সারাদেশে এটি বিভিন্ন উইং বা শাখার মাধ্যমে কাজ করে। যেমন: ছাত্র- শ্রমিক, রাজনৈতিক, পাসপোর্ট-ইমিগ্রেশন ইত্যাদি শাখা।
►দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাসন: বাংলাদেশ আওয়ামী লীগ- ১৯৪৯; বিএনপি- ১৯৭৮, জামায়াতে ইসলামী- ১৯৪১; জাতীয় পার্টি- ১৯৮৬; জাসদ- ১৯৭২।
►বাংলাদেশে সাপ্তাহিক ছুটি- শুক্র ও শনিবার। সাপ্তাহিক ছুটি রবিবারের স্থলে শুক্রবার করা হয়- ১৯৮৪ সালে। শুক্র, শনি (২দিন) করা হয়- ১৯৯৬ হতে।
►দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে- ২৫ টি।
• বিশ্বে প্রতি সেকেন্ডে লোক বৃদ্ধির সংখ্যা- ৩ জন ।
• স্টিফিনে হকিং বিশ্বের একজন- পদার্থবিদ ।
• আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী একাডেমী(IACA) যাত্রা শুরু করে-২ সেপ্টেম্বর ২০১০ ।
• আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী একাডেমী(IACA) এর সদর দপ্তর-লাক্সেনবার্গ (অষ্ট্রিয়া)।
• পৃথিবীর আয়তন- ৫১,১০,০০,০০০ বর্গকি:মি:।
• সার্ক বিশ্ববিদ্যালয়- নয়াদিল্লি, ভারতে।
• পৃথিবীতে মহাসাগরের সংখ্যা- ৫টি ।
• পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম- প্রশান্ত মহাসাগর ।
• সূর্য গড়ে ১১ বছর পর পর সোলার সুনামি (Solar Tsunami) সৃষ্টি করে।
►কিছু ঐতিহাসিক স্থানের পুরোনো নাম:
চট্রগ্রাম- ইসলামাবাদ,
বরিশাল- চন্দ্রদ্বীপ,
সিলেট- শ্রীহট্ট (সুলতানী আমলে জলালাবাদ),
সাতক্ষীরা- সাতঘরিয়া,
সোনারগাঁও- সুবর্ণগ্রাম,
নোয়াখালী- সুধারাম/ভুলুয়া,
ময়মনসিংহ- নাসিরাবাদ,
কুমিল্লা- ত্রিপুরা,
মহাস্থানগড়- পুন্ড্রবর্ধন,
কুষ্টিয়া- নদীয়া,
খুলনা- জাহানাবাদ,
ফরিদপুর- ফতেহাবাদ,
মুন্সীগন্জ- বিক্রমপুর।
Discussion about this post