মো. অলিউল্লাাহ সরকার অতুল : গতকাল মঙ্গলবার (০৪ জুন) কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য, পৌর মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম সমাজ, উপজেলার কর্মকর্তাবৃন্দসহ সমাজের সর্বস্তরের সকল শ্রেণী পেশার সমন্বয়ে প্রতিবন্ধি সনাক্তকরণ জরিপ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু ফাতা মোঃ শফিকুল ইসলাম ও সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের অধ্য খন্দকার আলমগীর আহমেদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ারে। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসাইন, কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্য মোঃ তসলিম মিয়া, উপজেলঅ মাধ্যমিক শিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি এম.জি. হাক্কানী, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মাইনুল হোসেন, কসবা প্রেসকাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. কামাল উদ্দিন, প্রাথিমিক শিক সমিতির সভাপতি আসাদুজ্জামান ফুল মিয়া, কসবা মহিলা মাদরাসার সুপার মাওঃ গোলাম ছাদেক চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন আহম্মদ, পৌর কাউন্সিলর লুৎফুন্নাহার রীণা প্রমূখ।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ/২০১৩ বিষয়ের উপর কয়েকটি ভিডিও কিপ প্রদর্শন করা হয়, যা সকলের মন ছুঁয়ে গেছে। অনুষ্ঠানে সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গ নিজ নিজ উদ্যোগে জরিপ বিষয়ে ব্যাপক প্রচারের অঙ্গীকার ব্যক্ত করেছেন। উল্লেখ্য সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মীদের মাধ্যমে সারাদেশে একযোগে প্রতিটি খানা জরিপের মাধ্যমে প্রবিন্ধীর প্রকৃত সংখ্যা নির্ণয়, ডাটাবেইস তৈরীর এক বিশাল কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে। এ জন্য ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে মোট মোট ৩৪ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।
Discussion about this post