সম্প্রসারিত নতুন জোটর ঘোষণা দিতে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সময়ের অনিবার্য দাবির মুখে সমমনা ও আর্থ-সামাজিক সংগঠনগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে ১৮ দলীয় জোট গঠন করা হলো। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে নতুন জোটের ঘোষণা দেন খালেদা জিয়া। ঘোষণা পাঠ করার সময় তিনি বলেন, ‘একের পর এক জনস্বার্থ বিরোধী, রাষ্ট্রঘাতী, সংবিধান বিরোধী, জনগণের ধর্ম ও বিশ্বাস বিরোধী এবং জনগণের ভোটাধিকার নস্যাতের ষড়যন্ত্র ও সরকার পরিচালনায় ব্যর্থতার দায়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থাকার সব ধরনের বৈধতা হারিয়েছে।’ খালেদা জিয়া বলেন, ‘এই জোট নির্বাচনের জোট নয়, আন্দোলনের জোট।’ ঘোষণায় আরও বলা হয়, ‘আর তাই চারদলীয় জোটের পাশাপাশি সমমনা বিভিন্ন দল ও শ্রেণীপেশার মানুষের ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবি। সে দাবি পূরণেই চারদলীয় জোটের সম্প্রসারণের প্রয়োজনীয় রয়েছে।’ ঘোষণায় খালেদা জিয়া বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি যে, সাত দফার ঘোষণায় দেশজুড়ে সব ওয়ার্ড, ইউনিয়নসহ সব পর্যায়ে জোটের সংগ্রাম কমিটি গড়ে তোলা হবে।’ ‘অবিলম্বে সংবিধান সংশোধন করে সরকার থেকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করতে হবে।’ ঘোষণায় ‘বিশেষ আইন, দ্রুত বিচার আইনসহ সব কালো আইন বাতিল’ করার আহ্বান জানান খালেদা জিয়া।
Discussion about this post