কুয়েতের মন্ত্রী পরিষদ কিছু দেশ থেকে সরাসরি ফ্লাইট অনুমোদনের বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।
সরাসরি ফ্লাইট অনুমোদনের সম্ভাবনা থাকায় দেশে আটকা পরা অনেক প্রবাসী আশার আলো দেখছেন। শুধুমাত্র স্বাস্থ্য প্রয়োজনীয়তা পূরণ করে কুয়েত সরকার অনুমোদিত ভ্যাকসিন ফাইজার, অক্সফোর্ড এবং মডার্নার দুটি ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ টিকাপ্রাপ্ত প্রবাসীরা এর অনুমতি পাবেন।
তবে যারা কুয়েতের বাহিরের দেশ থেকে ভ্যাকসিন নিয়েছেন তাদের অবশ্যই কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাদের টিকা সনদের অনুমোদন নিতে হবে। কুয়েতের আন্তর্জাতিক বিমান বন্দর আগত যাত্রীদের সংখ্যা ৭৫০০ এ উন্নীত করার সিদ্ধান্ত জারির পর সরাসরি ফ্লাইট চালুর সম্ভবনা রয়েছে।
সরাসরি ফ্লাইট খোলার অপেক্ষায় উৎকন্ঠার মধ্যে সময় পার করছেন দেশে আটকা পরা কুয়েত প্রবাসীরা। বেকার্ত্ব জীবন পার করছেন অনেক প্রবাসী। আকামার মেয়াদ থাকতে কর্মস্থলে ফিরতে পারবে কি না এই দূর চিন্তায় মানবেতর জীবন যাপন করছেন দেশে আটকা পরা প্রবাসীদের অনেকে।
Discussion about this post