সুমন প্রামাণিক- দেশে আজ সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। সারাদেশ আজ পরিণত হয়েছে এক ভয়াবহ আতংঙ্কের নগরীতে। সব মানুষ এখন স্বাভাবিক মৃত্যু কামনা করছে। চারিদিকে নৃশংস হত্যাকান্ডের কারনে মানুষ ঘরে-বাইরে আতংঙ্কগ্রস্থ হয়ে পরেছে। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে নৃশংস হত্যার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বগুড়া জার্নালিষ্ট ফোরাম, ঢাকা আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বগুড়া জার্নালিষ্ট ফোরাম,ঢাকা এর আহবায়ক আনোয়ার হোসেন রানা, সদস্য সচিব সুমন প্রামাণিক, সদস্য এহসান পারভেজ তুহিন, মোকছেদুল কামাল বাবু, সুলতানুর রহমান, মতিয়ুল ইসলাম নিয়ন, শাওন মাহফুজ, মারুফা রহমান, আপেল মাহমুদ প্রমূখ।
বক্তারা আরো বলেন, দিন দিন সাংবাদিকদের লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। কিন্তু এর কোন প্রতিকার হচ্ছে না। কোথাও না কোথাও প্রতিদিন দূর্ঘটনার শিকার হচ্ছে সাংবাদিক। এই সাংবাদিকরা প্রতিদিন নিজের জীবনের ঝুকি নিয়ে দেশের ১৬ কোটির মানুষের জন্য খবর সংগ্রহ করছে। কিন্তু তাদের জীবনের নিরাপত্তা দিতে পারছে না সরকার। আমরা আর অপঘাতে নিহত হতে চাই না। আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। আজ আমাদের জন্য সড়কে মৃত্যু, ঘরে মৃত্যু অপক্ষো করে থাকে। কোথাও আমাদের কোন নিরাপত্তা নেই। আমরা দীনেশ দাশকে হারিয়েছি। আমাদের সহকর্মী নিখিল পা হারিয়েছে। গত শুক্রবারে আমাদের সহকর্মী সাগর ও মেহেরুন রুনীকে হারিয়েছি। আমরা আর কাউকে হারাতে চাই না। আমরা আমাদের সহকর্মী হত্যার বিচার চাই। শুধু তাই নয় আমরা বিগত দিনে যত সাংবাদিক খুন হয়েছে সকল হত্যার বিচার চাই।
Discussion about this post