সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত ধামাচাপা দেয়ার চেষ্টা সরকারের নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন। সকালে উত্তরার হাজী কম্প্যাম্পে জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলোচনা সভা শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত সংস্থা আন্তরিকভাবেই সাগর-রুনি হত্যার তদন্ত করছে। এ হত্যাকান্ডের সঙ্গে যত প্রভাবশালীই জড়িত থাকুন কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এসময় তিনি সৌদি কূটনীতিক হত্যার তদন্তও সুষ্ঠুভাবে করা হচ্ছে বলে জানান। এর আগে ঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
Discussion about this post