কুয়েত প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান, নোয়াখালীজেলাচেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্বা আবু ছায়েদ এর কুয়েত আগমন উপলক্ষে কোম্পানীগঞ্জ একতা কল্যাণ পরিষদ কুয়েত’র উদ্যোগে কুয়েত সিটির একটি হোটেলে নাগরিক সম্বর্ধনার আয়োজন করা হয়।আয়োজক সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপদেষ্টা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন-উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু ছায়েদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী এসোশিয়েশন কুয়েতের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম,সাধারন সম্পাদকমোহাম্মদ মাঈন উদ্দিন,যুগ্ন-সম্পাদক সাহাব উদ্দিন,কুয়েত বিএনপি যুগ্ন সম্পাদক আখতারুজ্জামান,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আব্দুল ওয়াহিদ,বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি কুয়েত’র সভাপতি আব্দুল কাদের,জাতীয় পার্টির সভাপতি মাহমুদ আলী,সেক্রেটারী মোঃ ইসমাইল,জাসদ সেক্রেটারী মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
বক্তারা আবু ছায়েদ চেয়ারম্যানের দীর্ঘ ২৬ বছরের জন প্রতিনিধি থাকাকালীন এলাকার উন্নয়ন ও সমাজ সেবার বর্নাঢ্য জীবনের ভুয়সি প্রসংশা করেন।আবু ছায়েদ তাকে সম্বর্ধনা প্রদানের জন্য কুয়েত প্রবাসীদের কে ধন্যবাদ জানান।
Discussion about this post