আ হ জুবেদ- কুয়েত: গত ৩০শে অক্টোবর ২০১৪’ই রোজ শুক্রবার কুয়েত বাঙালী অধ্যুষিত এলাকা হাসাবিয়ার মোহাম্মদী হোটেলে এক বর্নাঢ্য অনাড়ম্বর অনুষ্টানের মধ্য দিয়ে সিলেট বিভাগ সমিতি হাসাবিয়া শাখার অভিষেক ২০১৪ অনুষ্টিত হয়।
দ্বিতীয় লন্ডন বলে খ্যাত সিলেট অঞ্চল।কিন্তু তবুও সিলেটিরা দ্বিতীয় লন্ডনের স্মৃতি বিজড়িত ও অপরিসীম ভালোবাসা মায়া জড়ানো খুবই চেনা মানুষের শহর আর মনের সুখে গাঁয়ের মেঠু পথে মাঠে-ঘাটে ঘুরে বেড়ানো সেই স্বর্ণালী দিনগুলো,পারা প্রতিবেশী,আত্বীয়-স্বজন এর স্নেহ-মমতা এসবকিছু ভুলে গিয়ে সাত সমুদ্র তেরো নদীর এপারে মধ্যপ্রাচ্যের মরুর বুকে কষ্টের রাজ্যে এক অদ্ভূত ঠিকানা খুঁজে নিয়েছে অর্থ উপার্জনের আশায়।
তবে হাঁ, বিদেশের মাটিতে সিলেটিরা যে অর্থ উপার্জন করে চলেছেন শুধুই ব্যক্তি স্বার্থের জন্যে এমনটা না; উনারা নিজেদের স্বার্থের কথা ভাবার পাশাপাশি সমাজ,জাতি এবং দেশের স্বার্থেও কিছু করে চলেছেন নিজেদের উপার্জিত অর্থের একাংশ খরচের মধ্যে দিয়ে।সমষ্টি গত স্বার্থের জন্যে ব্যক্তিগত স্বার্থ জলাঞ্জলি দিতে না পারলে নিজেকে কখনো প্রকৃত মানুষ ভাবা যায়না।
আর এরই পরিপ্রেক্ষিতে তেল সমৃদ্ধ রাজ্য কুয়েতে সিলেটিদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে সিলেট বিভাগ সমিতি নাম করণে প্রতিষ্টিত হয়েছে একটি আঞ্চলিক সমাজ কল্যাণমূলক সমিতি।
উক্ত সমিতিটি সাম্প্রতিক নানা আয়োজন আর উত্সাহ উদ্দীপনার মধ্যেদিয়ে আত্মপ্রকাশ করে ইতিপূর্বে একাধিক শাখার আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়াও সম্পন্ন করেছে।
এদিকে গত ৩০শে অক্টোবর রোজ শুক্রবার রাত ৮ ঘটিকার সময় এক অনাড়ম্বর অনুষ্টানের মধ্য দিয়ে সিলেট বিভাগ সমিতি হাসাবিয়া শাখার অভিষেক ২০১৪ অনুষ্টিত হয়।
উক্ত অভিষেক অনুষ্ঠানটি সিলেট বিভাগ সমিতি হাসাবিয়া শাখা আহ্বায়ক মো: লেচু মিয়ার সভাপতিত্বে এবং সিলেট বিভাগ সমিতি হাসাবিয়া শাখা যুগ্ম আহ্বায়ক জিবলু আহমেদের সঞ্চালনায় অনুষ্টিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ডি সেলিম আহমেদ সিলেট বিভাগ সমিতি কুয়েত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মেদ আসাদুজ্জামান সদস্য সচিব সিলেট বিভাগ সমিতি কুয়েত।
মোহাম্মেদ আলিম উদ্দিন, মোহাম্মেদ রায়হান উদ্দিন চৌধুরী, এস আই ফয়সাল আহমেদ সভাপতি -সিলেট বিভাগ সমিতি আহমদী প্রাদেশিক শাখা।
রিপন আহমেদ সাধারণ সম্পাদক সিলেট বিভাগ সমিতি আহমদী প্রাদেশিক শাখা। আনকার মিয়া,আখলাকুল আম্বিয়া বাহার,হাজী আব্দুর রহমান এবং প্রবাসী সাংবাদিক আ হ জুবেদ।
এছাড়াও সিলেট বিভাগ হাসাবিয়া শাখার কার্যকরি কমিটির সভাপতি ফখরুল মিয়া, নবী হুসাইন, মোবারক,নুরুল ইসলাম।সাধারণ সম্পাদক মন্ডলী নুমান আহমেদ,অধুদ আহমেদ শিব্বির আহমেদ। সাংগঠনিক সম্পাদক মানিক তালুকদার,মাছুম মিয়া,তাজ উদ্দিন,লিমন শিকদার,সোনা উদ্দিন,হারুন মিয়া।প্রচার সম্পাদক মন্ডলী মাজ্জাদ মিয়া,সুফী মিয়া,ইকবাল মিয়া,কয়্সর মিয়া,সৈয়দ শাহজান মিয়া,সৈয়দ মশহুদ মিয়া।অর্থ সম্পাদক জয়নাল মিয়া রিপন মিয়া,জহির মিয়া,আসিক মিয়া।তামিম,তুয়াহিদ উল্লাহ,দুদু মিয়া,রেজু মিয়া,শানুর আলী,শাহীন মিয়া,রুমেল,সুমন,আবুল,কুতুব উদ্দিন,মোহাম্মেদ হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post