সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর নির্যাতনের ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লী। এর সাথে জড়িত সন্দেহভাজন বিএসএফ সদস্যদের চিহ্নিত করার জন্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিএসএফকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র। আজ বৃহস্পতিবার দিল্লীতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানান।
তদন্তের পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বরখাস্ত করা হবে বলেও জানায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় টেলিভিশনে এক ভিডিও ফুটেজে দেখানো হয় সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে
মুর্শিদাবাদের বিএসএফ সদস্যরা নির্যাতন করছে। এরই পরিপ্রেক্ষিতে দিল্লী এ ব্যবস্থা গ্রহণ করল।
Discussion about this post