মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি: ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে যেন করোনা না ছড়ায় এ জন্য ১৮টি বিধি নিষেধসহ বেনাপোল সীমান্ত বন্ধ রয়েছে। এরমধ্যেই বেনাপোল ও পেট্রাপোল ইমিগ্রেশন গুলোতে ভারত থেকে আসা ও যাওয়া যাত্রীরা ভিড় করেন। কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা মেনে দু’দেশের মধ্য পণ্য পরিবহন করা হচ্ছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে সকল ধরণের যাত্রী গমনাগমন সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে।’
দু’দেশের ইমিগ্রশনের সামনে ভিড় করা যাত্রীরা বলেন, হঠাৎ করে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। যাত্রী চলাচল বন্ধ থাকবে এটা যদি আগে থেকে জানতাম তাহলে আমাদের অনেক সুবিধা হত।
Discussion about this post