সৈয়দ অাহাদ ফাউন্ডেশন অায়োজিত তেলোয়াতে কোরান প্রতিযোগীতায় বিজয় ছিনিয়ে নিলেন চট্টগ্রামের মেয়ে লাবিবা হাফেজ।।
রিপোর্টঃশিবলী অাল সাদিক: -সৈয়দ অাহাদ ফাউন্ডেশন অায়োজিত তেলোয়াতে কোরান প্রতিযোগীতায় হিফজুল কোরান বিভাগে প্রথম স্থান ছিনিয়ে নিল চট্টগ্রামের মেয়ে লাবিবা হাফেজ। ১০ বছরের লাবিবা কোরানের প্রতি তার মনোযোগ, দখলদারিত্ব, উচচারন ও কন্ঠধনীতে অসাধারন নৈপূন্য দেখিয়ে অসংখ্য হাফেজে কোরানকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে নেন।
গতকাল সারজার রেডিসন ব্লো হোটেলের সারে ৬ শতাধিত অামন্ত্রিত অতিথির সামনে লবিবা গ্রান্ড ফাইন্যালে অসাধারন তেলোয়াতে নিজেকে বিজয়ের চুড়ায় অধিষ্ঠিত করেন।সাথে জিতে নেন সাত হাজার দিরহাম ক্যাশ ও বিভিন্ন উপহার সামগ্রী।লবিবা চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার হাফেজ মাওলানা অাজিজুল হকের মেয়ে। সে মা বাবার সাথে অামিরাতের অাল অাইনে বসবাস করেন। লবিবার পরিবারে তিন ভাই বোনের মধ্যে সবাই হিফজুল কোরান বলে লবিবা সাংবাদিকদের জানায়। তাছাড়া এ প্রতিযোগীতায় তেলোয়াতে কোরান ছেলেদের ক্যাটাগরীতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ হিসাম।মেয়েদের ক্যাটাগরীতে প্রথম স্থান অর্জন করেন খাদিজা হাফেজ। হিফজুল কোরান বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন মহসিন মাহমুুদুল,তৃত্বীয় অাব্দুর রহমান,৪র্থ সাদ্দিয়া অাহলাম,৫ম অাব্দুল্লাহ মাহমুুদুল। ছেলে ক্যাটাগড়িতে দ্বিতীয়স্থান অধিকার করেন মোহাম্মদ নাজমুস সাকিব, তৃত্বীয় খালেদ জহির উদ্দিন, ৪র্থ অাবরার অাব্দুর রহমান, ৫ম সায়েদ অাল ইসলাম।মেয়ে ক্যাটাগড়িতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ওম্মে হাবিবা, তৃত্বীয় জোবাইরা খানম অাফিফা,৪র্থ ফারহানা সাদিয়া,৫ম মাহফুজা খাতুন হাফেজ।সকল বিজয়ীদের নগদ চেক ও উপহার সামগ্রী হাতে তুলে দেয় হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।ছেলে ও মেয়ে তেলোয়াতে কোরান প্রতিযোগীদের মধ্যে প্রথমস্থান অধিকারীকে পাঁচ হাজার দিরহামের ক্যাশ চেক, দ্বিতীয় স্থান অধিকারীকে তিন হাজার, তৃত্বীয় স্থান দু হাজার, ৪র্থ ও ৫ম স্থান অধিকারীদের এক হাজার দিরহাম করে ক্যাশ চেক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। হিফজুল কোরান ক্যাটাগরিতে দ্বিতীয়স্থান অধিকারীকে চার হাজার দিরহামের ক্যাশ চেক, তৃত্বীয় স্থান অাধিকারীকে তিন হাজার, ৪র্থ ও ৫ম স্থানকে যতাক্রমে ১ হাজার দিরহামের ক্যাশ চেক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। গতকাল বিকাল তিনটা থেকে অনুষ্ঠিত এ অায়োজনে সারজা রেডিসন ব্লোর ৩ টি হলরুম সাজানো হয় অপূর্ব শৈলিতে। অামন্ত্রিত অতিথিদের সকলের পরিধানে ছিল সাদা পান্জাবি পায়জামা ও কেন্দুরা। বাংলাদেশী ডিজাইনার রফিকুল্লাহ গাজ্জালীর অসাধারন নিপূন কারোকার্য্য স্টেইজ থেকে নিয়ে তিনটি হলরুম ছিল শৈল্পিক অাভায় শুভ্রতায় পরিপূর্ন। অপরিকল্পিত উপস্থাপনা বাদ দিলে অনুষ্ঠানটি অান্তার্জাতিক মান সম্পন্ন ছিল তা নিঃসন্দেহে বলাযায়।কেননা অপরিকল্পিত উপস্থাপনায় এতোবড় অায়োজনকে কিছুটা প্রানহীন ও অগোছালো মনে হচ্ছিল। বিশেষ করে অতিথিদের বার বার উঠানামা অনেকটা দৃষ্ঠিকটু মনে হচ্ছিল । তবে অায়োজক কমিটির প্রচেষ্টা ও সৈয়দ অাহাদ ফাউন্ডেশনের কর্ণধার ক্যাপটেন সৈয়দ অাবু অাহাদের অতিথি পরায়নতা ও তেলোয়াতে কোরানের প্রতি তাহার যে অান্তরিকতা তা সকলকে মুগ্ধ করেছে। উপস্থিত অনেকে বলতে দেখাযায় বিশাল হৃদয়ের অধিকারী না হলে অত বড় অায়োজন কখনো সম্ভব নয়।বিকাল পাঁচ টায় শুরু হয় বিজয়ীদের কাছে পুরস্কার বিতরন। এ সময় অামন্ত্রিত মেহমান সারজা রাজ পরিবারের সদস্য শেখ খালেদ বিন অাব্দুল্লাহ এম এম অাল কাসেমী ও প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ নিযুক্ত দুবাইয়ের কন্সাল জেনারেল বদিরুজ্জামান, ফাউন্ডেশন চেয়ারম্যান ক্যাপটেন সৈয়দ অাবু অাহাদ,কো চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাহাবুব,ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা মাহামুদ,কমিউনিটি নেতা ডঃরেজা খান,বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কমিউনিটি নেতা জাকির হোসেন মঞ্চে উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ইসমাইল গনী চৌধুরীর উপস্থাপনায় অনুস্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কন্সাল জেনারেল বদিরুজ্জামান বলেন রমজান মাসে এ ধরনের একটি উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তিনি বলেন এ উদ্যোগের ফলে অামাদের প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষা বিস্তৃতি লাভ করবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপটেন সৈয়দ অাবু অাহাদ বলেন ফাউন্ডেশন এ অায়োজনের মধ্যদিয়ে প্রাবাসে বাংলাদেশী শিক্ষার্থীদের মাঝে কোরানের যে অাগ্রহ তৈরী করতে পেড়েছে সেটায় সার্থকতা। তিনি বলেন অাগামীতে প্রয়োজনে সমগ্র মিডলিষ্টে এ অায়োজনের অডিশন গ্রহন করে সেখান থেকে শিক্ষার্থীদের চুড়ান্ত পর্বে অংশ গ্রহনের সুযোগ করে দেয়া হবে। তিনি অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
রিপোর্টঃশিবলী অাল সাদিক: -সৈয়দ অাহাদ ফাউন্ডেশন অায়োজিত তেলোয়াতে কোরান প্রতিযোগীতায় হিফজুল কোরান বিভাগে প্রথম স্থান ছিনিয়ে নিল চট্টগ্রামের মেয়ে লাবিবা হাফেজ। ১০ বছরের লাবিবা কোরানের প্রতি তার মনোযোগ, দখলদারিত্ব, উচচারন ও কন্ঠধনীতে অসাধারন নৈপূন্য দেখিয়ে অসংখ্য হাফেজে কোরানকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে নেন।
গতকাল সারজার রেডিসন ব্লো হোটেলের সারে ৬ শতাধিত অামন্ত্রিত অতিথির সামনে লবিবা গ্রান্ড ফাইন্যালে অসাধারন তেলোয়াতে নিজেকে বিজয়ের চুড়ায় অধিষ্ঠিত করেন।সাথে জিতে নেন সাত হাজার দিরহাম ক্যাশ ও বিভিন্ন উপহার সামগ্রী।লবিবা চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার হাফেজ মাওলানা অাজিজুল হকের মেয়ে। সে মা বাবার সাথে অামিরাতের অাল অাইনে বসবাস করেন। লবিবার পরিবারে তিন ভাই বোনের মধ্যে সবাই হিফজুল কোরান বলে লবিবা সাংবাদিকদের জানায়। তাছাড়া এ প্রতিযোগীতায় তেলোয়াতে কোরান ছেলেদের ক্যাটাগরীতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ হিসাম।মেয়েদের ক্যাটাগরীতে প্রথম স্থান অর্জন করেন খাদিজা হাফেজ। হিফজুল কোরান বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন মহসিন মাহমুুদুল,তৃত্বীয় অাব্দুর রহমান,৪র্থ সাদ্দিয়া অাহলাম,৫ম অাব্দুল্লাহ মাহমুুদুল। ছেলে ক্যাটাগড়িতে দ্বিতীয়স্থান অধিকার করেন মোহাম্মদ নাজমুস সাকিব, তৃত্বীয় খালেদ জহির উদ্দিন, ৪র্থ অাবরার অাব্দুর রহমান, ৫ম সায়েদ অাল ইসলাম।মেয়ে ক্যাটাগড়িতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ওম্মে হাবিবা, তৃত্বীয় জোবাইরা খানম অাফিফা,৪র্থ ফারহানা সাদিয়া,৫ম মাহফুজা খাতুন হাফেজ।সকল বিজয়ীদের নগদ চেক ও উপহার সামগ্রী হাতে তুলে দেয় হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।ছেলে ও মেয়ে তেলোয়াতে কোরান প্রতিযোগীদের মধ্যে প্রথমস্থান অধিকারীকে পাঁচ হাজার দিরহামের ক্যাশ চেক, দ্বিতীয় স্থান অধিকারীকে তিন হাজার, তৃত্বীয় স্থান দু হাজার, ৪র্থ ও ৫ম স্থান অধিকারীদের এক হাজার দিরহাম করে ক্যাশ চেক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। হিফজুল কোরান ক্যাটাগরিতে দ্বিতীয়স্থান অধিকারীকে চার হাজার দিরহামের ক্যাশ চেক, তৃত্বীয় স্থান অাধিকারীকে তিন হাজার, ৪র্থ ও ৫ম স্থানকে যতাক্রমে ১ হাজার দিরহামের ক্যাশ চেক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। গতকাল বিকাল তিনটা থেকে অনুষ্ঠিত এ অায়োজনে সারজা রেডিসন ব্লোর ৩ টি হলরুম সাজানো হয় অপূর্ব শৈলিতে। অামন্ত্রিত অতিথিদের সকলের পরিধানে ছিল সাদা পান্জাবি পায়জামা ও কেন্দুরা। বাংলাদেশী ডিজাইনার রফিকুল্লাহ গাজ্জালীর অসাধারন নিপূন কারোকার্য্য স্টেইজ থেকে নিয়ে তিনটি হলরুম ছিল শৈল্পিক অাভায় শুভ্রতায় পরিপূর্ন। অপরিকল্পিত উপস্থাপনা বাদ দিলে অনুষ্ঠানটি অান্তার্জাতিক মান সম্পন্ন ছিল তা নিঃসন্দেহে বলাযায়।কেননা অপরিকল্পিত উপস্থাপনায় এতোবড় অায়োজনকে কিছুটা প্রানহীন ও অগোছালো মনে হচ্ছিল। বিশেষ করে অতিথিদের বার বার উঠানামা অনেকটা দৃষ্ঠিকটু মনে হচ্ছিল । তবে অায়োজক কমিটির প্রচেষ্টা ও সৈয়দ অাহাদ ফাউন্ডেশনের কর্ণধার ক্যাপটেন সৈয়দ অাবু অাহাদের অতিথি পরায়নতা ও তেলোয়াতে কোরানের প্রতি তাহার যে অান্তরিকতা তা সকলকে মুগ্ধ করেছে। উপস্থিত অনেকে বলতে দেখাযায় বিশাল হৃদয়ের অধিকারী না হলে অত বড় অায়োজন কখনো সম্ভব নয়।বিকাল পাঁচ টায় শুরু হয় বিজয়ীদের কাছে পুরস্কার বিতরন। এ সময় অামন্ত্রিত মেহমান সারজা রাজ পরিবারের সদস্য শেখ খালেদ বিন অাব্দুল্লাহ এম এম অাল কাসেমী ও প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ নিযুক্ত দুবাইয়ের কন্সাল জেনারেল বদিরুজ্জামান, ফাউন্ডেশন চেয়ারম্যান ক্যাপটেন সৈয়দ অাবু অাহাদ,কো চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাহাবুব,ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা মাহামুদ,কমিউনিটি নেতা ডঃরেজা খান,বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কমিউনিটি নেতা জাকির হোসেন মঞ্চে উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ইসমাইল গনী চৌধুরীর উপস্থাপনায় অনুস্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কন্সাল জেনারেল বদিরুজ্জামান বলেন রমজান মাসে এ ধরনের একটি উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তিনি বলেন এ উদ্যোগের ফলে অামাদের প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষা বিস্তৃতি লাভ করবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপটেন সৈয়দ অাবু অাহাদ বলেন ফাউন্ডেশন এ অায়োজনের মধ্যদিয়ে প্রাবাসে বাংলাদেশী শিক্ষার্থীদের মাঝে কোরানের যে অাগ্রহ তৈরী করতে পেড়েছে সেটায় সার্থকতা। তিনি বলেন অাগামীতে প্রয়োজনে সমগ্র মিডলিষ্টে এ অায়োজনের অডিশন গ্রহন করে সেখান থেকে শিক্ষার্থীদের চুড়ান্ত পর্বে অংশ গ্রহনের সুযোগ করে দেয়া হবে। তিনি অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/Banglarbarta” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]
Discussion about this post