নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সোমবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে রোববার বিকেলে একই ইস্যুতে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমাপ্তি সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলছি, সরকারই ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসার আলীকে তুলে নিয়েছে।’ ইলিয়াস আলী ইস্যুতে সরকারের সঙ্গে সমঝোতার গুঞ্জন বিষয়ে ফখরুল বলেন, ‘সরকারের সঙ্গে সমঝোতার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। শর্ত বা সমঝোতার প্রশ্নই আসে না। ইলিয়াস আলী ও তার ড্রাইভারের সন্ধান দিতে সরকার বাধ্য।’ ফখরুল বলেন, ‘সরকার আমাদের শান্তিপূর্ণ হরতালে বাধা দিয়েছে এবং পুলিশ অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। অসংখ্য নেতাকর্মীর ওপর আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী হামলা চালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এতোদিন হরতালের মতো কর্মসূচি এড়িয়ে চলেছি। কিন্তু আমরা শুধু মার খেয়ে যাবো, অত্যাচার নিপীড়ন সয়ে যাবো তা হতে পারে না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের ভাষায় কথা বলছেন না।’ মির্জা ফখরুল জানান, হরতালে সারাদেশে ৭২৬ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের হামলায় আহত হয়েছেন ৬৬৬ জন।
তিনি জানান, সারাদেশে গত ২৭ মাসে ৯৭ জন গুম হয়েছেন।
Discussion about this post