ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক অধিকার এর আলোচনা স্বাধীনতার ৪০ বছর পর নারীরা এখনও তাদের অধিকার থেকে বঞ্চিত —প্রফেসর ড.মোঃ রফিকুল হক
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল হক ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানবাধিকার সংগঠন অধিকার এর আলোচনাসভায় বলেছেন, এদেশের নারীরা সমাজের প্রতিটি স্তরে সহিংসতার শিকার হচ্ছে, যেমনি করে ৪০ বছর পূর্বে এদেশের নারীরা পাক হানাদার বাহীনির লালসার কবলে পড়েছিল। নারীরা আজ সঠিক বিচার পাচ্ছে না। স্বাধীনতার ৪০ বছর পর নারীরা এখনও তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এব্যাপারে তিনি মানবাধিকার নিয়ে যে সকল সংগঠন কাজ করছে তাদেরকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান। শনিবার সকাল ৯ টায় জেলা পরিষদ শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটরিয়ামে অধিকার এর পরিচালক এএসএম নাসিরউদ্দিন এলান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হক একথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর এ,আর মাহমুদুল হাসান, মাউশি ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক ও বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন বানু, ময়মনসিংহ জেলা মহিলা পরিষদের সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, বিশিষ্ট সংগঠক ও নাট্যব্যাক্তিত্ব শাহাদাৎ হোসেন খান হিলু, বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমদাদুল হক মিল্লাত, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার প্রকাশক সম্পাদক এ কে এম ফখরুল আলম, দৈনিক শ্বাশ্বত বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আজগর হোসেন রবীন, দৈনিক আজকের খবরের বার্তা সম্পাদক নাজমুল হুদা মানিক, অধিকার এর প্রোগ্রাম অফিসার আহবাবুল ইউসুফ খান ও মো. আহসানুজ্জামান ফাহিম। ময়মনসিংহের মানবাধিকার কর্মী ও দৈনিক মাটি ও মানুষ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষিবিদ এম আব্দুল হাই, সাংবাদিক মো. আব্দুল কাইয়ুম, সাইফুজ্জামান এলিন, আরিফুর রহমান, এনায়েত হোসেন খান রোজেন, হাছনাত জামান সাগর,মোস্তাফিজুর রহমান, তোফায়েল হোসেন, হাফসা আক্তার, শিমু আক্তার, শিউলী আক্তার প্রমূখ। আলোচনায় সভায় সাম্প্রতিক সময়ে ময়মনসিংহের ফুলপুরে এসিড সন্ত্রাসের শিকার নূরজাহান পারভীন তার উপর নির্মম নির্যাতনের বর্ণনা দেন। তিনি এ ঘটনায় দোষিদের গ্রেফতারেরর দাবী ও উপযুক্ত শাস্তী দাবী করেন। আলোচনা সভায় প্রফেসর এ আর মাহমুদুল হাসান বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য নারীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত ও স্বাবলম্বী হতে হবে। শিরিন বানু বলেন, নারীদের আরো সংযমী হতে হবে এবং তাদের অধিকার তাদেরকেই আদায় করে নিতে হবে। নারী নেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন বলেন, দেশে নারীদের জন্য সরকার আইন করেছে ঠিকই কিন্তু সরকার যথাযথ আইন প্রয়োগে ব্যার্থ। নারীর প্রতি সহিংসতা বন্ধে অধিকার যে সুপারিশমালা তৈরী করা হয়েছে সেসব সুপারিশ সরকারকে আমলে নেয়ার জন্য আহবান জানান। তিনি সভায় ফুলপুরের এসিড সন্ত্রাসের শিকার নূরজাহান পারভীনকে মহিলা পরিষদের পক্ষ থেকে সকল প্রকার আইনী সহযোগীতা করা হবে। নাট্যব্যাক্তিত্ব শাহাদাৎ হোসেন খান হিলু বলেন, মানুষের নৈতিকতা নষ্ট হওয়ায় আজ সমাজের প্রতিটি স্তরে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। এডভোকেট এমদাদুল হক মিল্লাত তার বক্তব্যে বলেন, দেশে ২০১১ সালে নারী নীতি সুরক্ষার একটি আইন হলেও এখনও তা বাস্তবায়নে সরকার ব্যর্থ। সরকারকে নারী নীতি বিষয়ক আইনগুলো কার্যকরী করার আহবান জানান।
গফরগাঁওয়ে মাদ্রাসায় যাওয়ার পথে ছাত্রীকে ধর্ষনের চেষ্টা
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে : গফরগাঁও উপজেলার নবগঠিত পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নে শনিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে এক ছাত্রীকে রাস্তা থেকে জোর পূর্বক তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে এক সন্তানের জনক মোঃ রফিকুল ইসলাম (৩৪) নামে এক লম্পট। এ সময় ছাত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এসে ছাত্রীকে উদ্ধার ও লম্পট যুবককে আটক করলেও এলাকার একটি প্রভাবশালী মহল তাকে ছাড়িয়ে নেয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেদনা টেক গ্রামের মোঃ জসিমউদ্দিনের মেয়ে টাঙ্গাব মাজমপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী মিম আক্তার (১৩) গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে পাঁচাহার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসার পর মেদনারটেক গ্রামের ফজলুল হকের বখাটে ছেলে, ১ সন্তানের জনক রফিকুল ইসলাম ঐ ছাত্রীকে রাস্তা থেকে টেনে হেঁচড়ে পার্শ্ববর্তী একটি বাশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং যুবককে আটক করে। কিন্তু এলাকার একট্ িপ্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর হয়ে বখাটে রফিকুল ইসলামকে ছাড়িয়ে নেয়।পাঁচাহার মাজমপাড়া দাখিল মাদ্রারাসার সুপার মোঃ মমতাজ উদ্দিন জানান , এব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া দরকার । তাহলেই এধরনের ঘটনা আর ঘটবেনা । এ ব্যাপারে পাগলা থানার এসআই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটন বলেন, ঘটনাটি শোনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাগলা থানাপুলিশকে নির্দেশ দিয়েছি।
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ‘ট্রেনিং অন এনবিএল কুইক পে-সিস্টেম এবং ওয়ার্কশপ অন এসএমই ফাইনান্সিং’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে : পূবালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় আয়োজিত স্থানীয় এলজিইডি মিলনায়তনে ১৪ জুলাই শনিবার ‘ট্রেনিং অন এনবিএল কুইক পে-সিস্টেম এবং ওয়ার্কশপ অন এসএমই ফাইনান্সিং’ বিষয়ের উপর এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন। এতে রিসোর্সপার্সন হিসেবে ন্যাশনাল ব্যাংক লিঃ এর কর্মকর্তা এবং পূবালী ব্যাংক লিঃ প্রধান কার্যালয় থেকে আগত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্বে করেন পূবালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আবু হাবিব খাইরুল কবীর।
Discussion about this post