বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের ২০ জুনের মধ্যে এজেন্সির কাছে সরকার নির্ধারিত প্যাকেজের টাকা জমা দিতে হবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে টাকা জমা না হলে বেসরকারিভাবে কেউ হজে যেতে পারবেন না বলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি জামালউদ্দিন আহমেদ জানিয়েছেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের জন্য সর্বনিম্ন প্যাকেজ ঘোষণা দিতে বুধবার ডাকা সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। হাব সভাপতি জানান, সরকারির মতো বেসরকারি ব্যবস্থাপনায়ও হজের ন্যূনতম ‘প্যাকেজমূল্য’ ধরা হবে ৩ লাখ ৩ হাজার ৪৪০ টাকা। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা ৩ লাখ ৩ হাজার ৪৪০ টাকা। ওই অর্থও ২০ জুনের মধ্যে জমা দিতে হবে। সরকারিভাবে হজের জন্য নির্ধারিত অর্থেই এবার ‘ভালোভাবে’ হজ পালন সম্ভব হবে বলে মনে করছেন হাব সভাপতি।তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী একটি এজেন্সি দুটির বেশি প্যাকেজ দিতে পারবে না। ন্যূনতম প্যাকেজের ভিত্তিতে হজ এজেন্সিগুলো নিজেদের সর্বোচ্চ ও সর্বনিু প্যাকেজমূল্য নির্ধারণ করবে। এজেন্সিগুলোর দু’টি প্যাকেজমূল্য সম্বলিত প্রচারপত্রও (ব্রশিয়র) হাব এবং মন্ত্রণালয়ের কাছে জমা দিতে হবে বলে জানান হাব সভাপতি। দালালদের মাধ্যমে টাকা জমা না দেওয়ার আহ্বান জানিয়ে জামালউদ্দিন বলেন, এতে কেউ প্রতারিত হলে তার জন্য হাব দায়িত্ব নেবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, হজ প্যাকেজের টাকা সরকার নির্ধারিত ব্যাংকে এজেন্সির অনুকূলে জমা দিতে হবে। পরে হাবের অনুস্বাক্ষরে আগামী ২০ জুনের মধ্যে এ টাকা ধর্ম মন্ত্রণালয়ের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।
Discussion about this post