কুয়েত প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাওয়ালী প্রদেশ কুয়েত’রউদ্যোগে ৪৩তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা কুয়েতস্থ রাজধানী হোটেলেঅনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান জাকিরএর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধামোঃ শরিফ হোসেন সভাপতি বিএনপি কুয়েত। সংগঠনেরসাধারণ সম্পাদক আরিফুর রহমান শাহিন এর সঞ্চালনায়বক্তব্য রাখেন বিএনপি’র উপদেষ্টা সাবেক সভাপতি মোঃচুন্নু মোলা, বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরহোসেন গাজী, কৃষক দলের সভাপতি সফিকুল ইসলাম,হুমায়ুন কবির প্রমুখ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুয়েতবিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোলা। বক্তারাবলেন অবৈধ আওয়ামী বাকশালী সরকার দেশকে অন্য রাষ্ট্রেরঅঙ্গ রাজ্য বানানোর পায়তারা করছে। অনুষ্ঠানে জাকিরহোসেন গাজীকে বিএনপি হাওয়ালী প্রদেশ’র পক্ষথেকে ক্রেষ্টপ্রদান করা হয়। সবশেষে স্থানীয় শিল্পীবৃন্দ উপস্থিতঅতিথিদের সম্মানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
Discussion about this post