কুয়েতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো মুজিব শতবর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর কোয়াটার ফাইনাল। ৩ ডিসেম্বর শুক্রবার আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে কোয়াটার ফাইনালের হেঁড়ে যাওয়া দল গুলো ভালো খেললেও ভাগ্যে সহায় হয়নি বলে মনে করেন। অন্যদিকে কোয়াটার ফাইনালে জয়ীরা ফাইনালে বিজয় হওয়ায় আশা ব্যক্ত করেন । বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ১৭ই ডিসেম্বর আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন তারা যথাসাধ্য চেষ্টা করছেন এই টুর্নামেন্ট কে সফল করতে । ফাইনাল খেলা ও ঝাঁকঝমক ভাবে উদযাপন করার আশা ব্যক্ত করেন । কোয়াটার ফাইনালে মাঠে উপস্থিত থেকে খেলার উপভোগ করেন বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন সহ সংগঠনের নেতৃবৃন্দরা।
Discussion about this post