সাদেক রিপন,নিজস্ব প্রতিনিধি: কুয়েতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার কুয়েত সিটির মালিয়া সুইজ বেল প্লাজা পাঁচ তারকা হোটেলে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি শিল্পপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক ফয়েজ কামালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মুকাই আলী, প্রকৌশলী আহমেদ রইছ, আওয়ামী লীগ নেতা আতাউল গণি মামুন, প্রকৌশলী মুছাদ্দেক আলী, জালালাবাদ সমাজ কল্যাণ সমিতির সভাপতি জুবের হাজী, প্রকৌশলী ফখরুল ইসলাম ফারুক, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সভাপতি আব্দুর রউফ মাওলা, বীর মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুম, রবিউল আলম রবি ও মুর্শেদ আলম বাদল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুয়েত শাখার সভাপতি হাজী মাহমুদ আলী, বিএনপি নেতা চুন্নু মোল্লা, কমিউনিটির অন্যতম নেতা হান্নান মুজমদার, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কুয়েতের সভাপতি দিদারুল আলম, আওয়ামী লীগ নেতা শাহনেয়াজ নজরুল, এস এম আব্দুল আহাদ, হোসেন মুরাদ চৌধুরী, নুর উদ্দিন আহমেদ প্রমুখ। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং তাদের পরিবারও ইফতার পার্টিতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, আজকের ইফতার পার্টিতে সকলের অংশগ্রহণে প্রমাণিত হয়েছে বাংলাদেশ কমিউনিটি একটি সংগঠন। এই ইফতার ও দোয়া মাহফিল সবার নিরন্তর ভালবাসা ও মিলন মেলায় পরিণত হয়েছে। সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী বলেন, আমি জানি কুয়েতে অনেক বাংলাদেশি বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন। কমিউনিটির মূল কাজ হবে তাদের সমস্যা সমাধানে কাজ করা। পরে সকল প্রবাসীসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/Banglarbarta/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]
Discussion about this post