বাংলানিউজ:বিএনপির নেতৃত্বাধীন ১৬ দলের সম্প্রসারিত জোট ঘোষণার আলো শেষ পর্যন্ত জ্বলবে এমন আশ্বাস পেয়েছে বিএনপির সমমনা দলগুলো। আগামী ১৮ এপ্রিল চারদলীয় জোটের সঙ্গে নামসর্বস্ব আরো ১২ দল নিয়ে নতুন জোটের ঘোষণা দেওয়া হবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে। জোটের নাম হবে সম্মিলিত গণতান্ত্রিক জোট। সূত্রে জানা গেছে, রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস মিলনায়তনে ১৮ এপ্রিল নবগঠিত জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। এ উপলক্ষে ওই দিন বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপাতত ১৬ দল নিয়ে সম্প্রসারিত জোট গঠন করা হলেও এ জোট আরো বড় হতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ভাগ্য বিপর্যয় ঘটছে সমমনা দলগুলোর ব্যানারে এতোদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসা দল জমিয়তে ওলামা ইসলামের। জোটে রাখার প্রতিশ্রুতি দিয়েও এ দলটিকে নতুন জোটে রাখা হচ্ছে না বলে জানিয়েছে অন্য একটি সূত্র। এদিকে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারিত হচ্ছে, এ খবরে আনন্দে আছে সমমনা দলগুলো। এক দল এক নেতা, নেই অফিস, নেই ঠিকানা এমন দলগুলোর অবস্থান হবে এখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শরিক দলগুলোকে চিঠি দিয়ে এ বিষয়ে জানানো হয়েছে বলে জানানো হয়েছে। জোট সম্প্রসারণ নিয়ে গত বছর থেকেই আলোচনা হচ্ছিল। সমমনা ও চারদলীয় জোটের নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এ নিয়ে একাধিক বার বৈঠকও হয়েছে। ১২ মার্চ মহাসমাবেশে জোট সম্প্রসারণের ঘোষণা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দেয়নি বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বাংলানিউজকে বলেন, ‘জোট গঠন নিয়ে আমরা দীর্ঘ দিন ধরে কাজ করছিলাম। এর আগেও একবার জোট ঘোষণা দেওয়ার চিন্তা ছিল। তবে তা বিভিন্ন কারণে হয়ে উঠেনি। তবে এখন মোটামুটি চূড়ান্ত, আগামী ১৮ এপ্রিল জোট ঘোষণা হচ্ছে। এ ঘোষণা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেবেন বলেও তিনি জানান। জাগপার সভাপতি শফিউল আলম প্রধান নতুন জোট ঘোষণার কথা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ‘আমরা সমমনা দলগুলো খুশি, খালেদা জিয়া নিজেই জোট ঘোষণা দেবেন শুনে।’
এনডিপির সভাপতি শেখ শওকত হোসেন নীলু জোট ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বাংলানিউজকে বলেন, ‘আগামী ১৮ এপ্রিল জোট ঘোষণার বিষয় জানিয়ে আমাদের চিঠি দেওয়া হয়েছে।’ জোট ঘোষণার বিষয়টি জানিয়ে বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভঁূইয়া বলেন, ‘দীর্ঘদিনের দাবি ছিল আমাদের জোটে নেওয়ার বিষয়টি। শেষ পর্যন্ত খালেদা জিয়া ১৮ এপ্রিল ১৬টি দল নিয়ে জোট ঘোষণা দিতে যাচ্ছেন।’ ১৬টি দল হচ্ছে, বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বিজেপি, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, এলডিপি, কল্যাণ পার্টি, জাগপা, এনপিপি, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ লেবার পার্টি. মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, এনডিপি ও ডিএল। সূত্র বলছে, জমিয়তে ওলামায়ে ইসলামকে জোটে নিচ্ছে না বিএনপি।
Discussion about this post