ব্রিটেনে বসবাসকারী ৮০ শতাংশ ধর্ষিতা অথবা যৌন অত্যাচরিত হওয়া মহিলা এই বিষয়ে পুলিশকে জানাতে চায় না। এক নতুন সমীক্ষা থেকে জানা যায় এই তথ্য। অনেক ক্ষেত্রে এই ধরনের খবর সম্বন্ধে পুলিশে রিপোর্ট করতে চান না কারন,তাঁদের এটা বিশ্বাসই হতে চায় না দোষীরা উপযুক্ত সাজা পাবে । যে ১৬০০ মহিলার ওপর এই সমীক্ষা করা হয়েছিল,তাঁদের ১০ শতাংশ ধর্ষিতা এবং ৩৫ শতাংশ যৌন অত্যাচারিত হয়েছিল। ২৫ শতাংশ বারবার আক্রান্ত হয়েছেন এবং ৬৬ শতাংশ মহিলা আক্রমণকারীকেও চেনেন। কিন্তু অধিকাংশ মহিলাই পুলিশে এই বিষয়ে খবর জানান না এবং ২৯ শতাংশ মহিলা এই বিষয়ে বন্দুবান্ধব এবং পরিবারের লোকেদেরও বলেন না। এই সমীক্ষায় ৫০ শতাংশরও বেশি মহিলার মতে,সমাজ,প্রশাসন এবং মিডিয়া এই ধরনের ক্ষেত্রে মহিলাদের প্রতি সহানুভূতিশীল নয়।
Discussion about this post