পাবনা থেকে মোবারক বিশ্বাস ঃ দীর্ঘ ৮ বছর পর ঈশ্বরদীর মূলাডুলি-রাজাপুর হিন্দু সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মূলাডুলি শশ্মান ঘাটে অনুষ্ঠিত সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। শ্রী সন্তোষ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন মূলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা, মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মালিথা, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু, সহ-সভাপতি আব্দুল রহমান ফান্টু মন্ডল, খালেক জোয়াদ্দার ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন মন্ডল প্রমুখ। সম্মেলনে শ্রী অসিম কুমার সেন রায়কে সভাপতি, শ্রী সুকুমার বৈরাগ্যকে সহ-সভাপতি, শ্রী সচীন চন্দ্র পালকে সাধারণ সম্পাদক ও শ্রী প্রদীপ কর্মকারকে সহ-সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
Discussion about this post