বাংলানিউজ: এটিএন বাংলার আটজন ও ভোরের কাগজের একজন সাংবাদিককে কালো তালিকাভুক্ত করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ক্লাবের স্থায়ী সদস্য ভানুরঞ্জন চক্রবর্তীর সদস্যপদ স্থগিত করা হয়েছে। বুধবার প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলানিউজকে এটি নিশ্চিত করেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। কালো তালিকাভুক্ত ৯ সাংবাদিক হচ্ছেন, এটিএন বাংলা হেড অব নিউজ জহিরুল ইসলাম মামুন (জ ই মামুন), কেরামত উল্লাহ বিপ্লব, মাহমুদুর রহমান, নাদিরা কিরণ, মানষ ঘোষ, এস এম বাবু, শওকত মিলটন, মাহফুজ রহমান মিশু, শামীম আহমেদ। এদের মধ্যে শামীম আহমেদ ভোরের কাগজের, বাকি সবাই এটিএন বাংলার। সভায় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক ভানুরঞ্জন চক্রবর্তীর সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ভানুরঞ্জন চক্রবর্তীর উদ্দেশে বলা হয়েছে, ‘বুধবার জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মত গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রেসক্লাবের গঠনতন্ত্র ১৩ (এ) ক ও খ ধারায় বর্ণিত পদ্ধতি সাপেক্ষে আপনার সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’ উল্লেখ্য, গত ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত যৌথ মানববন্ধন কর্মসূচিতে হামলা চালান এটিএন বাংলার সাংবাদিকরা। একই ঘটনায় গত ২৮ জুন ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সভায় ১১ জন সাংবাদিককে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে বহিষ্কার করা হয়।
Discussion about this post