আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ : গতকাল সোমবার (৯ এপ্রিল) কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত ও ৩৫ আহত হয়েছে। জানা যায়, কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া এলাকার সোলায়মান (২৫) গতকাল সকালে নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা কিশোরগঞ্জগামী প্রাণ কোম্পানীর একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৪-১৫৮২) চাপা দিলে ঘটনাস্থালেই মারা যায়। পুলিশ ঘটনা স্থালে পৌছে গাড়ী চালক বাদল মিয়াকে আটক ও নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের ভাই হাবীব বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। এছাড়া জেলার তাড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস (ময়মনসিংহ জ-১১-৩০১৬) গতকাল বিকেলে ময়মনসিংহ-ভৈরব মহাসড়কে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বেলতলি এলাকায় পৌছলে সামনের একটি চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৩৫ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতনামা (৪৫) ও মনির হোসেন (১২)কে মৃত ঘোষণা করে। গুরুতর আহত আ. সালাম (২২), মাহফুজ (৪০), জাহানারা (৪১), জসিম উদ্দিন (৪৫), পারভিন আক্তার (৪৫), লিটন (৪২), আয়শা আক্তার (৪৫), লাকী (৩২), সিদ্দিক (৩৮), শাহীনা আক্তার (৫০), সাদেক (৫০), বাবুল (৩৯), লিটন (২২) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Discussion about this post