মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ কেন্দ্রীয় বিএনপি’র ডাকা হরতাল সারাদেশের ন্যায় ময়মনসিংহে পালিত হলেও রাস্তায় কোন পিকেটারদের দেখা যায়নি। সিনিয়র তেমন কোন নেতা রাস্তায় বের হয়নি। তবে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ সিব্বির আহাম্মেদ বুলু, জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ, সাধারণ সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান ভূইয়া সহ কিছু নেতৃবৃন্দ বিএনপি দলীয় কার্যালয় এলাকায় অবস্থান করেন। ছোট খাট দু’একটি দূর্ঘটনার খবর ছাড়াই ময়মনসিংহে হরতাল পলিত হয়েছে।
আজ ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচন ॥ ১০টি পদে ৩৬ জন প্রার্থীর প্রতিদন্দিতা
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ আজ ১৮ মে ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচন। ত্রি-বার্ষিক সাধারন নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিক কর্মচারীদের মাঝে বইছে নির্বাচনী আমেজ। ১০টি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদন্দিতা করছেন ৩৬ জন প্রার্থী। ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচনে ভোটার হয়েছেন ৬ হাজার ৫ শত ৩৯ জন। তাদের মাঝে ৫ হাজার ৮৬ জন ড্রাইভার ও ১ হাজার ৪ শত ৫৩ জন সহকারী ড্রাইভার রয়েছেন। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাবেক সভাপতি মো: আ: ছালাম (প্রতিক-হারিকেন) ও মো: নজরুল ইসলাম (প্রতিক- মটর গাড়ীর টায়ার), কার্যকরী সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো: আবুল হাশেম (প্রতিক-প্রজাপ্রতি), মো: কামাল হোসেন (প্রতিক- মোরগ), মো: তোরাব আলী (প্রতিক- কুলা), মো: মোজাম্মেল হক মানিক (প্রতিক- গরুর গাড়ী), সহ-সভাপতি পদে মো: আ: গফুর (প্রতিক- কলস), মো: নজরুল ইসলাম নান্নু (প্রতিক- দাড়িপাল্লা), মো: মাসুম অলী (প্রতিক- বটগাছ), মো: জসিম উদ্দিন (প্রতিক- মোমবাতি), মো: হেলাল উদ্দিন (প্রতিক- মাছ), সাধারন সম্পাদক পদে মো: আলমগীর হোসেন (প্রতিক- দেয়ালঘড়ি), মো: আ: বারেক (প্রতিক – ছাতা), মো: আইয়ুব আলী (প্রতিক- সাইকেল), মো: রফিকুল ইসলাম (প্রতিক- আনারস), যুগ্ন-সম্পাদক পদে মো: আ: রহমান (প্রতিক- কুড়ে ঘর), মো: মজিবর রহমান (প্রতিক- মই), মো: সানোয়ার হোসেন (প্রতিক- পতাকা), সহ-সম্পাদক পদে মো: কামরুজ্জামান বেলা (প্রতিক- আম), মো: তফাজ্জল হোসেন (প্রতিক- ময়ুর), মো: রমজান আলী (প্রতিক- তালা চাবি), মো: রতন মিয়া (প্রতিক- টেলিভিশন), মো: সাজ্জাত হোসেন (প্রতিক- হরিন), সাংগঠনিক সম্পাদক পদে মো: আ: মান্নান (প্রতিক- হুক্কা), মো: ইখতিয়ার উদ্দিন (প্রতিক- টিয়াপাখি), এ বি এম জিয়া উদ্দিন বাশার (প্রতিক- মটরগাড়ী), শ্রী বিকাশ চন্দ্র ঘোষ (প্রতিক- ফুটবল), প্রচার সম্পাদক পদে মো: আলী হোসেন (প্রতিক- চশমা), মো: আবু সাইদ (প্রতিক- হাতপাখা), নুর মোহাম্মদ খান (প্রতিক- তলোয়ার), কোষাদক্ষ পদে মো: আ: কাদির (প্রতিক- মশাল), মো: মোজাম্মেল হক গোলাপ (প্রতিক- হাতুরী), মো: সিরাজুল ইসলাম (টেবিল), দপ্তর সম্পাদক পদে মো: আ: মান্নান (প্রতিক- ডাব), মো: কাজল মিয়া (প্রতিক- ঢোলক), মো: নুরুল ইসলাম (প্রতিক- হাঁস)।
সাবেক সাংসদ এ কে এম ফজলুল হকের মৃত্যু বাষির্কী পালিত
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ ময়মনসিংহ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ এ কে এম ফজলুল হক এর ১১তম মৃত্যবাষির্কী গতকাল জেলা বিএনপির কার্যালয়ে পালিত হয়েছে। জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব অধ্যক্ষ এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো: আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সহসভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ন সাধারন সম্পাদক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বীর আহমেদ বুলু, প্রচার সম্পাদক মোঃ কায়কোবাদ মামুন, কোষাদক্ষ জনাব আব্দুর রব আকন্দ রতন, যুব বিষয়ক সম্পাদক শামীম আজাদ, সহ-যুব বিষয়ক সম্পাদক খন্দকার মাসুদুল হক মাসুদ, ছাত্র বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান রোকন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুজাউদ্দৌলা সুজা,শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ আবু সাইদ, সহ-শ্রমিক বিষয়ক সম্পাদক মফিদুল ইসলাম মোহন, কৃষি বিষয়ক সম্পাদক এ্যাডঃ আজিজুল হক খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল আমিন খসরু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রবিউল আলম আকন্দ মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ ওয়ালিউল¬াহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ তালুকদার, সদস্য অধ্যাপক জিয়াউদ্দিন শাকির, মাহবুব হোসেন পাপন প্রমুখ। মৃত্যু বার্ষিকীতে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক ও শহর ওলামা দলের আহবায়ক মাওলানা কারী শফিকুল ইসলাম।
গৌরীপুরে কাল-বৈশাখীর ছোবলে লন্ডভন্ড- ‘আকাশ পোল্ট্রি খামার’
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মঙ্গলবার রাতে- মাওহা, বোকাইনগর, অচিন্তপুর, সহনাটী, ও গৌরীপুর সদর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর তান্ডব অর্ধশত গ্রামের কয়েক হাজার ঘর-বাড়ি,অর্ধশত বিভিন্ন প্রতিষ্ঠান সহ ৫/৭টি পোল্ট্রি খামার লন্ডভন্ড করে দেয়। ঐরাতের ঝড়ে তান্ডবে বিশেষ করে বোকাইনগর ইউনিয়নের নাহড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মোঃ আঃ সাত্তারের মেসার্স আকাশ পোল্ট্রি ও গরু মোটা-তাজা করন খামারটি সম্পূর্ন ধ্বংস হয়ে যায়। সরজমিনে গিয়ে দেখা যায় মঙ্গলবার রাতে বয়ে যাওয়া ঝড়ে আঃ সাত্তারের খামারের ২৮৭৫বর্গ ফুট ১টি ও ১হাজার বর্গ ফুট ১টি মোট ২টি সেট সহ সেটের ভিতরে থাকা প্রায় ৩হাজার মুরগি যার প্রতিটির ওজন ১.৪শ গ্রাম ধ্বংস হয়ে গেছে। খামার মালিক আঃ সাত্তার জানান, এতে তার প্রায় ৮লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, প্রায় ১৫ বছর আগে তিনি যুব উন্নয়নের প্রশিক্ষন নিয়ে নিজ উদ্যোগে প্রথমে ২শ মুরগি দিয়ে এই খামারটি শুরু করলেও পরবর্তীতে কৃষি ব্যাংকের ১লক্ষ ২০হাজার টাকা ঋণ সহযোগীতা ও ক্রমান্বয়ে পারিবারিক সহযোগিতা পেয়ে অনেকটা সফল খামারী হিসেবে আত্ম-প্রকাশ করতে স্ত্রী-পুত্র নিয়ে দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। কিন্তু ঐরাতের কাল বৈশাখী ঝড় তার পরিবারের আলোর স্বপ্ন ভেঙ্গে দিয়ে তাকে অর্থনৈতিক পঙ্গু বানিয়ে দিয়ে গেছে। স্ত্রী,পুত্র-কন্যা সহ ৭জনের পরিবারে আয়-রোজগারের একমাত্র অবলম্বন এই খামার। কাল-বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত খামারের ধ্বংস-যজ্ঞে দাড়িয়ে বিপর্যস্ত খামার মালিক আঃ সাত্তার এখন দিশেহারা। বোকাইনগর ইউপি চেয়ারম্যানগন মোঃ হাবিবুুল ইসলাম খান শহিদ ক্ষতিগ্রস্থ খামারটি পরিদর্শন করেছেন।
ভালুকায় ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘর-বাড়ির ক্ষয় ক্ষতি
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ বুধবার রাতে ভালুকা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান, কাঁচা ঘর-বাড়িসহ ফলজ ও বনজ গাছপালার ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার উথুরা ইউনিয়নের মরচী, নারাঙ্গী ও কাতলামারী গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে কাতলামারী উচ্চ বিদ্যালয়, নারাঙ্গী উচ্চ বিদ্যালয়, মরচী মধ্যপাড়া দাখিল মাদরাসাসহ প্রায় শতাধিক কাঁচাপাকা ঘর-বাড়ীর টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। এ সময় ঝড়ে ওইসব এলাকার ফলজ ও বনজ গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এছহাক আলী জানান, ঝড়ে উথুরা ইউনিয়নের ২টি বিদ্যালয় ও ১টি মাদরাসাসহ প্রায় শতাধিক কাঁচাপাকা ঘর-বাড়ীর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভালুকার হবিরবাড়ীতে আনন্দ মেলার নামে চলছে জুয়া ও অশ্ল¬¬ীল নৃত্যানুষ্ঠান
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ ভালুকা উপজেলার হবিরবাড়ী ড্রাইভারপাড়া নামক এলাকার গফুর মৌলভীর মাজার সংলগ্ন মাঠে আনন্দ মেলার নামে চলছে রাত ভর জুয়া, হাউজি ও যাত্রার নামে অশ¬ীল নৃত্যানুষ্ঠান চালিয়ে এলাকার যুব সমাজকে বিপথগামী করে তুলেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এসব জুয়ার আসরে ও অশ¬ীল নৃত্য দেখতে ভিড় জমাচ্ছে এলাকার উঠতি বয়সের যুবকদের সাথে স্কুল কলেজের শিক্ষার্থীরা। এতে অভিভাবক মহল বিপাকে পড়েছে। অপরদিকে আশপাশের অসংখ্য মিল ফ্যাক্টরীর স্বল্প আয়ের শ্রমিকরা জুয়ার আসরে তাদের সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হচ্ছে। মসজিদ কাছে থাকায় মাইকের গান বাজনার শব্দে এলাকার মুসলি¬রা নামাজ আদায় করতে বিড়ম্বনার শিকার হচ্ছে। জানা যায়, অসহায় ও দুস্থ মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে ওই গ্রামের জনৈক শাহাব উদ্দিন ও বাদশা মিয়ার নেতৃত্বে বিশাল আকৃতির প্যান্ডেলে হাউজি, ওয়ানটেন বোড, চড়চড়ি বোড, ডাব্বা, তিন তাস সহ বিভিন্ন রকমের জুয়ার মাধ্যমে প্রতিরাতে এলাকার যুব সমাজের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে এলাকায় মোটর সাইকেল চুরি, দোকানপাট ও বাসা-বাড়ীতে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে অশ¬ীল নৃত্য প্রদর্শন করে উঠতি বয়সের যুবকদের জীবন চলার সুস্থ্য ধারার গতিকে বাধাগ্রস্ত করে তুলছে। এ ব্যাপারে এলাকাবাসী জুয়া ও যাত্রা বন্ধের দাবি জানিয়েছে।
Discussion about this post