বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সোসাইটি, কুয়েত বাদেশিক এবং আই ডি ই বি কুয়েত শাখার যৌথ উদ্যোগে বুধবার খাইতান রাজধানী প্যালেসে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার মাহফিল। মোহাম্মদ হযরত আলী এবং প্রকৌশলী মুহাম্মদ জিন্নাহ খান এর যৌথ সভাপতিত্বে এবং প্রকৌশলী তৌহিদুল আলম ও প্রকৌশলী মোঃ হাসান চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান, বিশেষ অতিথি কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন IDEB কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম আব্দুল হামিদ l অনুষ্ঠানে উপস্থিত উভয় সংগঠনের উপদেষ্টা মন্ডলী, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ , সাধারণ সদস্য এবং দূতাবাসের কর্মকর্তা বৃন্দদের অংশগ্রহণে মনোরম পরিবেশে কোরআন সুন্নাহর আলোকে ধর্মীয় আলোচনা এবং মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয় । কুয়েতে এক সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংখ্যা ছিল কয়েক শত। বর্তমানে তাঁদের সংখ্যা শতের নিচে নেমে এসেছে। কুয়েতে বিভিন্ন সেক্টরে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যপক চাহিদা।
মধ্যপ্রাচ্যের এই বাজারটি ধরতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে কুয়েতে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কুয়েতে বিভিন্ন মন্ত্রণালয়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা। শুধু পুরুষই না ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সররাও কাজ করে যাচ্ছেন সুনামের সাথে। তারা কুয়েতে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে নতুন দক্ষ জনশক্তি রফতানির দিকে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান অতিথির বক্তব্যে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান প্রবাসীদের বলেন খুব শীগ্রই কুয়েতে জাতীয় পরিচয় পত্র কার্যক্রম চালু হবে। কুয়েতে অবস্থানরত অদক্ষ প্রবাসীদের বিভিন্ন কাজে দক্ষতা অর্জনের উদ্যোগ নিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের আহবানও করেন।
Discussion about this post