দীর্ঘ ৩৬ বছর ধরে কুয়েত আছেন প্রবাসী শেখ মোঃ ফজলুল করিম টুটুল। দেশের বাড়ী যশোর জেলার কোতয়ালী থানার বারান্দী পাড়ার মোল্যা পাড়া আমতলা গ্রামে। তার অভিযোগ বিগত সরকারের আমলে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কুয়েত প্রবাসীর সন্তান যশোরের মোঃ মেহেদি হাসান রাজার উপর আক্রমন করে। পরে কিছু অসাধু পুলিশের সহায়তায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে আইনের অপব্যবহার করে যাবজ্জীবন সাজাও প্রদান করে। এমন অভিযোগ এনে ৫ ডিসেম্বের বৃহস্পতিবার রাতে সালমিয়া ভোজন বাড়ি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশী শেখ মোঃ ফজলুল করিম টুটুল। তিনি সংবাদ সম্মেলনে উক্ত মামলা মিথ্যা এবং দুর্নীতি গ্রস্ত আখ্যা করে এই মামলা প্রত্যাহার করে পুনঃরায় নিরাপেক্ষ ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। তিনি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাছেও দেশে কর্তৃপক্ষকে সুপারিশ করতে আবেদন করেন যেখানে যশোরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রবাসী কল্যাণ ডেক্স, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর অনুলিপি প্রেরণ করেন।
Discussion about this post