মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের যৌথ ভাবে আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল কুয়েত। বৃহস্পতিবার রাতে মরু অঞ্চলের হিজিল রিসোর্টে উদযাপন কমিটির আহ্বায়ক আকতারুজ্জামান শামছ এর সভাপতিত্বে সদস্য সচিব সৈয়দ আরিফুল ইসলাম রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কুয়েত এর সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ , বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল। বক্তারা কুয়েত বিএনপির সকল কর্মীদের বিপদে সার্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বক্তারা রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের জনগণ উপকৃত হবে তাই সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপি কে ভোটের মাধ্যমে নির্বাচিত করার আহবান করেন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ করেন কুয়েত বিএনপি ও এর সহযোগী সংগঠনের শত শত প্রবাসী নেতা কর্মীরা।
Discussion about this post