কুয়েতে বিজয় দিবস উপেলক্ষে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি কুয়েত পিঠা উত্সবের আয়োজন করে । শুক্রবার ১৩ ডিসেম্বর কুয়েতের খাইতান ফ্যামিলি পার্কে সংগঠনের সভািপতি জিন্না খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাসান চৌধুরীর পরিচালনায় এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আয়োজক প্রবাসী গৃহবধূরদের বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্য বাহী ভাঁপা পিঠা, ঝাল পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, চিতই পিঠা, চাপড়ি পিঠা, সুন্দরী পাকন সহ বিভিন্ন জেলার নাম না জানা নানান নামের মুখরোচক সব পিঠার ঘ্রাণ দেশের অতীত মনে করিয়ে দেয় অতিথীদের। সে সময় ইঞ্জিনিয়ার ইফতেখার হাফিজ কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উৎসবে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি কুয়েত শাখার সকল সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post