কুয়েতে বাংলাদেশীদের আইন অমান্য করার প্রবনতা বেশি বলেই দেশটিতে বাংলাদেশীদের ভিসা পেতে লামানা বা বিশেষ অনুমতি প্রথা বাতিল হচ্ছে না সহজে অভিবাসী দিবস অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের। প্রবাসীদের আইন মেনে চলার অনুরোধ রাষ্ট্রদূতের। বাংলাদেশের অগনিত মানুষ জীবিকার সন্ধানে, উন্নত জীবনের খোঁজে বিশ্বের বিভিন্ন দেশে পারি জমান। তাদের কেউ পরিবার নিরাপত্তার জন্য, আবার কিছু মানুষ রাজনৈতিক কিংবা সামাজিক নিপীড়নের শিকার হয়ে দেশ ছেড়ে যান। যাদের মধ্যে অনেকেই ভালো জীবনযাপনের সুযোগ পান, তবে অনেকেই বিদেশেও নানা ধরনের শোষণ এবং অত্যাচারের শিকার হন। এর মধ্যদিয়েই বিশ্বব্যাপী বাংলাদেশের অসংখ্য মানুষ অভিবাসী হিসেবে জীবন কাটাচ্ছেন। কুয়েতেও প্রবাসীদের সংখ্যাটা তেমন একটা কম নয়, দেশটিতে প্রায় তিন লাখের মতো প্রবাসী বাংলাদেশী আছেন। ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় । কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস দিবসটি উপলক্ষে ঐ দিন সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কুয়েত থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে জনতা গ্রুপ হাজী আবুল কাশেম এবং ব্যাক্তি পর্যায়ে মোখাই আলী লুতফর রহমানকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার শ্রম আবুল হোসেন কুয়েতের শ্রম বাজার সম্প্রসারণ ও প্রবাসীদের কল্যাণার্থে বাংলাদেশ দূতাবাসের কর্মকান্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। বাংলাদেশ হতে কুয়েতের দক্ষ নার্স, টেকনিশিয়ান ও মেডিকেল এ্যাসিট্যান্ট নিয়োগের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর, কুয়েতে গৃহকর্মী নিয়োগের লক্ষ্যে কুয়েত সরকার হতে প্রাপ্ত সমঝোতা চুক্তি অনুমোদনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রেরণ করার কথা তার বক্তব্যে উল্লেখ্য করেন। ২০২৪ সালের কর্মকান্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন সেখানে দূতাবাসের শ্রম শাখা থেকে বিভিন্ন কোম্পানীর হোস্টেল, ডিপোর্টেশন সেন্টার, হাসপাতাল ও সেন্ট্রাল জেল পরিদর্শনের তথ্য, শ্রম কল্যাণ উইং কর্তৃক ২০২৪ (নভেম্বর পর্যন্ত) সালের সেবা প্রদানের তথ্যে বলা হয় ২৯০ জন প্রবাসীর মরদেহ দেশে প্রেরণ, ২০১ টি টিআর সার্টিফিকেট প্রদান, ২১০ টি অভিযোগ দেশে প্রেরণ, ১০০ টি
লিগ্যাল সার্টিফিকেট প্রদান, ১১৩ টি পাওয়ার অব এ্যার্টনী সত্যায়ন, ৫০ টি সার্ভিস বেনিফিট উত্তোলন, ৪৪৮২৪টি ডাইভিং লাইসেন্স আরবীতে অনুবাদ, ৭৯৪৭টি প্রবাসী কার্ড প্রদান করা হয়। কুয়েতের বাজারে বাংলাদেশের জনশক্তি নিয়োগের ক্ষেত্রে বিশেষ অনুমতি লামানা প্রথা বা বিশেষ অনুমতি অপসারণের লক্ষে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। এর সুফল পেতে প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলার পরামর্শ দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা। এবছর অভিবাসী দিবসের বাংলাদেশ থেকে প্রেরিত বাণী ও প্রমান্যচিত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রবাসীদের ভুমিকা গুরুত্বের সাথে প্রধান্য পায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কাউন্সেলর ও দূতালয় প্রধান মু. মুনিরুজ্জামান, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকিরসহ অসংখ্য প্রবাসী।
কুয়েত থেকে বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে রেমিট্যান্স পুরস্কার-২০২৪ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মুকাই আলী লুৎফর রহমান। ২০২৩-২০২৪ অর্থ বছরের নিজ দেশে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে তিনি এ পুরস্কার পান। তার পাঠানো অর্থ বাংলাদশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মুকাই আলী লুৎফর রহমানকে রেমিট্যান্স পুরস্কার -২০২৪ তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
Discussion about this post