নিঃস্বার্থ নিবেদিত প্রাণ এমন মানুষগুলো বেঁচে থাকা অবস্থায় যেমন সম্মানিত হন তেমনি মৃত্যূর পরও স্মরন করে শুভাকাঙ্ক্ষীরা। দেশের মত প্রবাসেও আছে হাতেগনা কিছু নিঃস্বার্থ নিবেদিতপ্রাণ। যারা দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছেন নিরবে।তাদের নেই কোন চাওয়া পাওয়া, আত্ম তৃপ্তিই তাদের খোরাক। এমনই একজন কুয়েত প্রবাসী চিত্রশিল্পী জহুরুল কাইয়ুম বাহার।দীর্ঘ ৪০ বছর প্রবাস জীবন শেষে দেশে গিয়ে ১৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে বঙ্গরূপা চারুকারু সংগীত শিশু মেলা কুয়েত এবং বাংলাদেশ ফ্যামিলি ফোরাম কুয়েত শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল দাশের পরিচালনায় শোক সভায় বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক , রাজনৈতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ধর্ম বর্ন, দল মত নির্বিশেষে কুয়েত প্রবাসীরা উপস্থিত। প্রবাসে কর্ম ব্যস্ততার মাঝে নিজের সখ চিত্র আকাঁ ছাড়তে পারেননি তিনি। ১৯৯৬ সালে ছোট আকারে বেশ কয়েকজন স্বেচ্ছায় শ্রম দেয়া প্রবাসীকে নিয়ে বঙ্গরুপা চারুকারু সঙ্গীত শিশু মেলা নামে একটি সংগঠন এর মাধ্যমে কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের সম্পূর্ন বিনা মূল্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে ছবি আঁকা শিখিয়ে যেমনি প্রবাসীদের মন জয় করেছিলেন তেমনি প্রবাসী বাংলাদেশী শিশু-কিশুরদের শিশু বন্ধু নামেই পরিচিত ছিলেন মরহুম জহুরুল কাইয়ুম বাহার।
Discussion about this post